চট্টগ্রামের চন্দনাইশ প্রেসক্লাবের নতুন কমিটি গঠনের লক্ষ্যে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২ এপ্রিল) দুপুরে চন্দনাইশ প্রেসক্লাবের এক জরুরী সাধারণ সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়।
এ জরুরী সভায় চন্দনাইশ প্রেসক্লাবের সভাপতি এড. মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক সৈকত দাশ ইমনের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
এতে বক্তব্য দেন চন্দনাইশ প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মাও. মো. মোজাহেরুল কাদের, সাধারণ সম্পাদক মুহাম্মদ এরশাদ হোসাইন, সাংগঠনিক সম্পাদক আজিমুশ-শানুল হক দস্তগীর, সহ সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, অর্থ সম্পাদক শাহাদাত হোসেন, দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, সাংস্কৃতিক সম্পাদক জাকির হোসেন, সদস্য জাহাঙ্গীর আলম চৌধুরী ও আরাফাত হোসেন প্রমুখ।
সভায় সকল সদস্যদের কন্ঠ ভোটে মাও. মো. মোজাহেরুল কাদেরকে আহবায়ক ও সৈকত দাশ ইমনকে সদস্য সচিব করে আগামী তিন মাসের জন্য পাঁচ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। আহবায়ক কমিটির সদস্যরা হলেন মো. জাহাঙ্গীর আলম, শহিদুল ইসলাম, জাহাঙ্গীর আলম চৌধুরী।
উক্ত আহবায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে চন্দনাইশ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করে আনুষ্টানিকভাবে তাদের দায়িত্বভার হস্তান্তর করবেন বলে আশা ব্যক্ত করেন।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত