1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নিত্যপণ্যের বাজারে ভোক্তাদের স্বস্তি: চন্দনাইশে টিসিবি খোলা ট্রাকে পণ্য বিক্রি শুরু প্রথম দিনে পেলো ১ হাজার পরিবার সোনাইমুড়ীতে ফুটপাত দখলে ব্যবসায়িদের জরিমানা পটিয়ায় জিরি জগন্নাথ মন্দির বার্ষিক মহোৎসব উপলক্ষে ধর্মসভা,প্রধান অতিথি লায়ন ডা: নারায়ন নাথ কালুরঘাটে ট্রেন ত্রুটিতে যাত্রী ও যানবাহনের দুর্ভোগ জৈষ্ঠ্যেপুরা পাহাড়ে সাইক্লিস্টদের প্রকৃতি সফর বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছে বিশ্বব্যাংকের প্রতিনিধিদল ডা. সেলিনা হায়াৎ আইভীকে পাঁচটি মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃ-ত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এনবিআর সদস্য বদিউল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা নিষিদ্ধঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ব্যানারে পুলিশের সামনেই প্রকাশ্যে মিছিল

চন্দনাইশ পাঠানদন্ডী তাহেরীয়া সাবেরীয়া সুন্নিয়া মাদরাসা’র ৩৭তম সালানা জলসা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৭৯ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টার:

পীরে বাঙ্গাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ) বলেছেন, ইসলামকে সুদৃঢ় করতে নফসের সঙ্গে জিহাদ করতে হবে। এর জন্য দরকার সিলসিলা। নফসের বিরুদ্ধে যুদ্ধ করা হচ্ছে বড় পরীক্ষা। এ পরীক্ষার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। ঘোড়ার লাগাম সুদৃঢ়ভাবে না ধরলে যেমন ঘোড়া সঠিকভাবে দৌঁড়াতে পারবে না, তেমনি যদি সঠিক প্রস্তুতি না থাকে তবে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যায় না। সুতরাং বড় জিহাদ মোকাবিলায় আমাদের প্রস্তুতির বড় অংশ হচ্ছে তাওবার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামীনের কাছে গুনাহ মাফ চাওয়া। গতকাল ১৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) মাদরাসা মাঠে আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত পাঠানদন্ডী তাহেরীয়া সাবেরীয়া সুন্নিয়া আলিম মাদরাসার ৩৭তম সালানা জলসা ও ঈদ-এ মিলাদুন্নবী (দ.) মাহফিলে এসব কথা বলেন তিনি।

মাদরাসার সভায় পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় সালানা জলসা ও ঈদ-এ মিলাদুন্নবী (দ.) উপলক্ষ্যে সকাল থেকে খতমে কোরআন, খতমে গাউসিয়া অনুষ্ঠিত হয়। পাশাপাশি বাদে মাগরিব চামুদরিয়া ইউনাইটেড ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয়ে মহিলা বায়াত ও পাঠানদন্ডী তাহেরীয়া সাবেরীয়া সুন্নিয়া আলিম মাদরাসা মাঠে পুরুষদের বায়াত শেষে এশার নামাজ আদায় করেন তিনি।
সালানা জলসা ও ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিলে আরো উপস্থিত থেকে তকরীর করেন, পাকিস্তান থেকে আগত মেহমানে আ’লা আওলাদে রাসূল (দ.) শাহজাদা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ্ (মা.জি.আ), শাহজাদা সৈয়্যদ মেহমুদ আহমদ শাহ্ (মা.জি.আ)। মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি কমর উদ্দীন ছবুরের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন আনজুমান গাউসিয়া কমিটির মূখপাত্র পেয়ার মোহাম্মদ কমিশনার, সেক্রেটারী জেনারেল আনোয়ার হোসেন, মাওলানা আশরাফুজ্জামান আল কাদেরী, এডভোকেট মোছাহেব উদ্দীন বখতিয়ার, দক্ষিণ জেলা নেতা হাবিবুল্লাহ মাস্টার, আবদুল গফুর খাঁন, চট্টগ্রামে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট নাজিম উদ্দীন, অধ্যক্ষ শাহ্ খলিলুর রহমান নিজামী, সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী, সাবেক ভাইস চেয়ারম্যান আবদুর রহিম বাদশা, উপজেলা এলডিপির সভাপতি মোতাহের মিয়া, মাওলানা ফেরদৌসুল আলম খাঁন, মাওলানা গিয়াস উদ্দিন আল-কাদেরী, নজরুল ইসলাম, মোজাম্মেল হক তালুকদার, অধ্যাপক আবদুল মান্নান, অধ্যক্ষ আবু তালেব বেলাল, আলমগীরুল ইসলাম বঈদী, মাদরাসা সুপার মোরশেদুল হক, মো. বাবুল, সেলিম আলা উদ্দিন, শরফুদ্দিন কাজল,মো. খোকন প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট