জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টার:
উপজেলার দোহাজারী পৌরসভার ঈদ পুকুরিয়া দিঘীর পাড় জামে মসজিদের সংস্কার কাজ শেষে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ আহমদ হোসাইন আল- কাদেরী।
১৫ আগস্ট জুমার নামাজের মধ্যদিয়ে মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক, সাংবাদিক জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি ছিলেন, বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী, সাংবাদিক মো. দেলোয়ার হোসেন, সাবেক মেয়র লোকমান হাকিম, এলডিপি নেতা লিয়াকত আলী, নাছির উদ্দিন, বিএনপি নেতা মো. ফয়েজ, নুর মোহাম্মদ, জামাল উদ্দিন, বাদশা মিয়া, আবদুস সালাম, সিরাজুল ইসলাম, নুরুল আলম, শহিদুল ইসলাম, কামাল উদ্দিন মসজিদ কমিটি হাজী আবদুল ওয়াহেদ, মো. ইসহাক, জহির উদ্দিন, আ.ন.ম রবিউল আলম, আমির হোসেন, মাও. জয়নাল আবেদীন, মো. হাবিবুল্লাহ, শওকত আলী, প্রমুখ। উদ্বোধনকালে মসজিদের উন্নয়ন কার্যক্রমে ৬৬ লক্ষ টাকা ব্যয় হয়। তৎমধ্যে ৫৭ লক্ষ টাকা আর্থিক সহায়তায় মসজিদটি পূর্ণনির্মাণ করা হয়। বর্তমানে মসজিদে মাইক, আইপিএস, কবর স্থানের জায়গা ক্রয় ও ভরাটে আর্থিক সহায়তা চাওয়া হয়।