জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টার:
চন্দনাইশ উপজেলার দোহাজারী দিয়াকুল আশ্রয়ন প্রকল্পের বাসিন্দারা সুখে নেই। গত বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলের পানিতে সড়কের মাটি সরে গিয়ে গর্তে সৃষ্টি হয়। যা এখনো সংস্কার করা হয়নি।
দোহাজারী দিয়াকুল আশ্রয়ন প্রকল্পে বর্তমানে ১১৬ পরিবারের চলাচলের একমাত্র রাস্তাটি গত বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলে মাটি সরে গিয়ে গর্তের সৃষ্টি হয়। এক বছর অতিবাহিত হলেও অধ্যবদি সংশ্লিষ্টরা সড়কটির মেরামতের উদ্যোগ গ্রহণ করেনি। ফলে এ সকল পরিবারের সদস্যরা চলাচলের দারুণ কষ্টে রয়েছে। আশ্রয়ন প্রকল্প এলাকায় পানি নিষ্কাশনের কোন রকম ড্রেইনের ব্যবস্থা না থাকায় বৃষ্টি হলে পার্শ্ববর্তী পাহাড়ের পানি সড়কের উপর দিয়ে চলাচল করে। সড়কে বেলে মাটি থাকার কারণে বৃষ্টির পানির সাথে মাটি সরে গিয়ে গর্তে পরিণত হয়েছে। এ ব্যাপারে সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক ডিপ্লোমেসি চাকমা বলেছেন, অগ্রাধিকার ভিত্তিতে আশ্রয়ন প্রকল্পের সড়ক সংস্কারের প্রকল্প রয়েছে। বরাদ্দ পাওয়া গেলে সংস্কার কাজ করা হবে।