
জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি:-
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া খাঁনহাট বাজার ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নিবার্চন অনুষ্ঠিত হয়েছে।
৯ জানুয়ারি (শুক্রবার) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটে ৫০২জন ভোটারের মধ্যে ৪৪৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটারদের প্রত্যক্ষ ভোটে নজরুল ইসলাম (আবদুল মেম্বার) চেয়ার প্রতীকে ২৫১ ভোট পেয়ে সভাপতি, মো. আবু ছৈয়দ চৌধুরী গোলাপফুল প্রতীকে ২২৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক, মো. আবদুল জব্বার উড়োজাহাজ প্রতীকে ২৩৬ ভোট পেয়ে অর্থ সম্পাদক নিবার্চিত হন। অন্যদিকে মো. কুতুব উদ্দিন সিনিয়র সহ-সভাপতি, আবদুর রহিম সহ-সভাপতি, মো. দেলোয়ার হোসেন সিনিয়র সহ-সাধারণ সম্পাদক, সাকিবুল আলম সহ-সাধারণ সম্পাদক, মো. জাহেদুল ইসলাম সাংগঠনিক সম্পাদক, হাসান আহমদ সহ-সাংগঠনিক সম্পাদক, কাজী মো. হাসান সহ-অর্থ সম্পাদক, লোকমান হাকিম দপ্তর সম্পাদক, আবদুল মালেক ধর্মীয় সম্পাদক, মো. মিনার প্রচার ও প্রকাশনা সম্পাদক, নুরুল কাদের হিসাব নিরক্ষণ সম্পাদক হিসাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিবার্চিত হন। নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন যাথাক্রমে- আরিফুর রহমান মারুফ, মো. মাহাবুবুল আলম, আহমদুর রহমান, মো. আবু তাহের চৌধুরী, মো. জাহেদুল আলম (কোম্পানি), মো. ইসমাইল সওদাগর, আবদুল করিম সাদ্দাম, মো. আবদুল মাবুদ, মো. হারুনুর রশিদ, মো. ফখরুদ্দিন (মুন্সি), আইনুল হুদা চৌধুরী। নিবার্চন চলাকালে পরিদর্শন করেন সাবেক চেয়ারম্যান আলমগীরুল ইসলাম চৌধুরীসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা।