চন্দনাইশ প্রতিনিধি:-
“কৃষিই সমৃদ্ধি” এই স্লোগানকে সামনে রেখে চন্দনাইশে চলতি অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের সমলয় চাষাবাদ ব্লক প্রদর্শণীর কম্বাইন্ড হারভেস্টারের ধান কর্তনের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠান করেন উপজেলা কৃষি কর্মকর্তা আজাদ হোসেন।
গত ১৪ মে উপজেলার হাশিমপুরে গাছবাড়িয়া ব্লকে বোরো ধান কর্তন ও নমুনা শস্য কর্তন উৎসব উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শুরু হয়ে গতকাল ২৫ মে শেষ হয়েছে। গত ১২ দিন ধরে বাংলামার্ক’র মার্কসান ব্রান্ডের কম্বাইন হারভেস্টার দিয়ে বোরো নমুনা শস্য কর্তন করা হয়। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা, কৃষিবিদ মো. আজাদ হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- চট্টগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবদুচ ছোবহান, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত উপ-পরিচালক মো. ওমর ফারুক, জেলা কৃষি প্রকৌশলী আমজাদ হোসেন। অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন- উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ইশতিয়াক আহমেদ আরিফ, বাংলামার্ক লিমিটেডের টেকনিক্যাল ডেপুটি ম্যানেজার রাশেদুল ইসলাম, ইঞ্জিনিয়ার মো. সুমন, ইঞ্জিনিয়ার মো. সামিউল ইসলাম, টেকনিশিয়ান মো. রাফিউল ইসলাম, টেকনিশিয়ান তৌসিফ আলম, অফিসের সকল কর্মকর্তা-কর্মচারী ও চন্দনাইশ উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক ও কৃষাণীবৃন্দ। বক্তাগণ বলেন, আধুনিক কৃষির চ্যালেঞ্জ ও পরিচিতি হিসেবে গাছবাড়িয়া ব্লকের ৬০ জন কৃষকের সমন্বয়ে ৫০ একর জমিতে সমলয় চাষাবাদ করা হয়। আধুনিক কৃষির পরিচিতি হিসেবে এখানে ট্রে’তে বীজ বপন, রাইস ট্রান্সপ¬ান্টার এর মাধ্যমে চারা রোপণ, সমন্বিতভাবে পরিচর্যা ও পরিশেষে কম্বাইন হারভেস্টার এর মাধ্যমে ধান কর্তন করা হয়। এতে টাকা ও সময় অনেকটা সাশ্রয় হবে।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত