জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টার:
চন্দনাইশ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের অংশ গ্রহণে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শেষ হয়েছে।
গতকাল ২৫ সেপ্টেম্বর বিকালে সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল ফাইনাল খেলায় কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয় ১-০ গোলে বরকল এস.জেড উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। খেলা শেষে উপজেলা অডিটোরিয়ামে পুরস্কার বিতরণী সভা একাডেমিক সুপার ভাইজার বিপিন চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক বিজয়ানন্দ বড়ুয়ার সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ যথাক্রমে নুরুল আবছার, নুরুল কবির, প্রধান শিক্ষক রতন বড়–য়া, প্রধান শিক্ষক ইন্দ্রজিৎ চক্রবর্তী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফরহাদ হোসেন, দেবাশীষ আচার্য্য, ক্রীড়া শিক্ষক এনামুল হক, নুরুল আমিন, আলমগীর হোসেন, রনজিৎ দে, শাখাওয়াত হোসেন, হেলাল উদ্দীন, জয়নাল আবেদীন প্রমূখ। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মধ্যে ট্রপি বিতরণ করা হবে। বিভিন্ন ইভেন্টে ৫০ জনকে পুরস্কার দেয়া হয়।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত