1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
হারানো বিজ্ঞপ্তি: এসএসসি রেজাল্ট: কেউ হাসছে, কেউ কাঁদছে -মুহাম্মদ আকতার উদদীন বৌদ্ধদের তাৎপর্যময় পুণ্যতিথি  “আষাঢ়ী পূর্ণিমা” -অনামিকা বড়ুয়া সোনাইমুড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে এক নারী বোয়ালখালীতে ব্যক্তি উদ্যোগে শাকপুরা  লালচাঁদ বিহার সড়ক সংস্কার পটিয়া মুন্সেফ বাজার ব্যাবসায়ী সমিতির উদ্যাগে টাইলস স্থাপন কাজের উদ্বোধন। পটিয়া নব জাগরণ যুব সংঘের বৃক্ষরোপণ ও চারা বিতরণ  লরেন্স ফেস্টিভ্যালে চসিক মেয়র ড. শাহাদাত হোসেন ও এমপি সালমা জাহিদের সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ ‎পটিয়ায় গভীর রাতে সেনাবাহিনীর অভিযান, অবৈধ গ্যাস কারখানা থেকে ৫১২টি সিলিন্ডার জব্দ চন্দনাইশে হাসনাইন মেমোরিয়াল ফাউন্ডেশন’র ইমাম হুসাইন (রা.) কনফারেন্স অনুষ্ঠিত

চন্দনাইশে ১০ দিনব্যাপী বৌদ্ধ ভিক্ষুদের পরিবাসব্রত

  • প্রকাশিত: শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১০ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টার:
চন্দনাইশ পৌরসভার পূর্ব জোয়ারা সদ্ধর্ম বিদর্শন ভাবনা পরিবেন’র আয়োজনে জিনপাল ভিক্ষুর মহাস্থবির বরণ উপলক্ষে গত ১১ ফেব্রুয়ারি সন্ধ্যা থেকে ১০ দিনব্যাপী ৮৫ জন বৌদ্ধ ভিক্ষু পরিবাসব্রত শুরু করেন। এদের মধ্যে ভারতের মহা সংঘরাজসহ সারাদেশের ৮৫ জন বৌদ্ধ ভিক্ষু চন্দনাইশ পূর্ব জোয়ারা মগবিলে তৈরি করা বাঁশ ও খড়ের শৈল্পিক কারুকার্য্যে বুদ্ধ প্যাগোডাতে বসবাস করছেন। যারা ১০ দিনব্যাপী আরাম আয়াস ত্যাগ করে প্রাসাদ ছেড়ে কুড়ে ঘরে ধর্ম দেশনায় রত রয়েছেন। ভদন্ত জিনপাল ভিক্ষু মহাস্থবিরের বরণোৎসব উৎযাপন পরিষদের উদ্যোগে ১১ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত এ সকল ভিক্ষুরা পরিবাসব্রত (ওয়াইক) পালন করবেন।
এদিকে এ উপলক্ষ্যে ক্যূহচক্র (স্বর্গপূরী) উৎসবে প্রতিদিন শত শত নারী পুরুষ পরিভ্রমণ করে ক্যূহচক্র থেকে কেউ ১০ মিনিটে, কেউ পথ হারিয়ে ১৫ মিনিটে ভিন্ন পথে বের হচ্ছেন। আয়োজককারীদের মতে, যারা পূর্ণবান তারা সঠিক পথে নির্দিষ্ট সময়ে ক্যূহচক্র অতিক্রম করতে পারে। অন্যরা পথ হারিয়ে ভিন্নভাবে ভিন্ন পথে অধিক সময় ব্যয় করে সঠিক পথ হারিয়ে বের হচ্ছেন। ১৯ ফেব্রুয়ারি এ উপলক্ষে র‌্যালী ও বিভিন্ন উপ-কমিটির নেতৃবৃন্দুদের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন উপজেলা বিএনপি’র আহবায়ক নুরুল আনোয়ার চৌধুরী। ২০ ফেব্রুয়ারি সকালে মহা সংঘদান বিকালে ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। ২১ ফেব্রুয়ারি তথা সমাপনী দিনে সকালে মহাস্থবির বরণ ও বিকালে ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন এলডিপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, প্রাক্তন মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা ড. কর্ণেল (অব:) অলি আহমদ বীর বিক্রম। অনুষ্ঠানকে সফল করতে বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার অধ্যক্ষ একুশে পদকপ্রাপ্ত ড. জ্ঞানশ্রী মহাস্থবির। প্রধান উপদেষ্টা উপ-সংঘরাজ প্রিয়দর্শী মহাস্থবিরকে নিয়ে পৃথক পৃথক কমিটি করার পাশাপাশি জ্ঞানরত মহাস্থবিরকে কার্যকরী পরিষদের সভাপতি, মুদিতাপাল থেরোকে সাধারণ সম্পাদক করে ৯০ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ, অর্থ, সাহিত্য প্রকাশনা, ভিক্ষু পরিচর্যা, অভ্যর্থনা, শান্তি শৃঙ্খলা ও আইন, আপ্যায়ন, ভান্ডার রক্ষক, মঞ্চ সাজসজ্জা, আন্তর্জাতিক, সাংস্কৃতিক, মেলা, চিকিৎসা, রন্দন, হিসাব নিরীক্ষা, প্রচার, আলোক সজ্জা, বৌদ্ধ কীর্তনীয়া, তথ্য-যোগাযোগ-মিডিয়া, স্বেচ্ছাসেবক পুরুষ-মহিলা পৃথক পৃথক উপ-কমিটি গঠন করা হয়। এ অনুষ্ঠানের জন্য ১ কোটি ৫ লক্ষ টাকা বাজেট নির্ধারণ করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট