জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টার:-
চন্দনাইশ সদরস্থ কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয় মাঠে আহলে সুন্নাত ওয়াল জামা'আত ও আল-হাসনাইন মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে ইমাম হুসাইন (রা.) কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
৪ জুলাই (শুক্রবার) দিনব্যাপী কর্মসূচির মধ্যে দিয়ে বাদে মাগরিব থেকে আজিমুশশান নূরানী মাহফিলে অধ্যক্ষ মুফতি আহমদ হোসাইন আল-কাদেরীর সভাপতিত্বে কনফারেন্সে প্রধান আলোচক ছিলেন ইসলামী চিন্তাবিদ মুফতি গিয়াস উদ্দীন আত্ব-তাহেরী। বক্তব্যে গিয়াস উদ্দীন আত্ব-তাহেরী বলেন, নবী করিম (স.) গুহায় গুহায় ছিলেন, পরে যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন। আমরা খানখায়ে ছিলাম, আমাদেরকে ইসলাম রক্ষার জন্য প্রয়োজনে নবী করিম (স.) পথ অনুসরণ করে যুদ্ধে অবতীর্ণ হতে হবে। রাসুল (স.) হচ্ছেন আল্লাহ দেখার আয়না। ইমাম হাসান-হুসাইন হচ্ছেন জান্নাতের যুবকদের সর্দ্দার। তাদেরকে যারা ভালবাসবেন, তারা যেন নবী ও আল্লাহকে ভালবাসলো। আহলে বাই'য়াতকে ভালবাসা ঈমানের অবিচ্ছেদ্যাংশ।
কনফারেন্সে প্রধান মেহমান ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামা'য়াতের কেন্দ্রীয় চেয়ারম্যান মাওলানা কাজী মুহাম্মদ মঈনুদ্দিন আশরাফী। তকরির করেন অধ্যক্ষ শাহ খলিলুর রহমান নিজামী, মাওলানা ফেরদৌসুল আলম আল-কাদেরী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মো. সোলাইমান ফারুকী, মাওলানা আবুল কাশেম আনসারী। স্বাগত বক্তব্য রাখেন আল-হাসনাইন মেমোরিয়াল ফাউন্ডেশনের মহা-সচিব আলমগীর ইসলাম বঈদী। মাওলানা ছৈয়দ নুরের সভাপতিত্বে প্রথম অধিবেশনে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিব হোসেন। উদ্বোধক ছিলেন এ্যানুমিয়া আয়েশা খাতুন ফাউন্ডেশনের চেয়ারম্যান শফিকুল ইসলাম রাহী।
এ সময় ফ্রি হেলথ ক্যাম্প, শিক্ষা সামগ্রী বিতরণ ও পুরস্কার বিতরণী সভায় একজন রিকশা চালক মো. ফারুককে রিকশা উপহার দেন মাওলানা মুফতি গিয়াস উদ্দীন আত-তাহেরী ও শফিকুল ইসলাম রাহী। দ্বিতীয় অধিবেশনে উদ্বোধক ছিলেন পৌরসভা এলডিপির সভাপতি আইনুল কবির। উপস্থিত ছিলেন- দক্ষিণ জেলা ইসলামী ফ্রন্টের সভাপতি মাওলানা ইউনুস তৈয়বী যুক্তিবাদী, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা সোহেল আনসারী, এডভোকেট মো. দেলোয়ার হোসেন, মাওলানা মোজাহেরুল ইসলাম, মাওলানা মঈন উদ্দীন, মাওলানা আবু তালেব, মাজাহার হেলাল, ব্যাংকার আমিনুল ইসলাম, মাওলানা মো. এহছান, মো. ওয়াহিদুল আলম, মো. শফিউল ইসলাম,মো. মোক্তার হোসেন প্রমুখ।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত