জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টার:-
চন্দনাইশ পৌরসভার হারলা নয়াহাটস্থ দক্ষিণ জোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মানব কল্যাণ পরিষদের আয়োজনে ও হারলা মুসলিম ইয়ং সোসাইটির ব্যবস্থাপনায় বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।
২২ নভেম্বর (শনিবার) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে রাজ টিম্বার এন্ড স' মিলের প্রোপাইটর আলহাজ্ব মো. আবু ফয়েজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ও চট্টগ্রাম-১৪ চন্দনাইশ সাতকানিয়া আংশিক সংসদীয় আসনের দাঁড়িপাল্লা মার্কার পদপ্রার্থী ডা.মো. শাহাদাৎ হোসেন। উদ্বোধক ছিলেন জামায়াতে ইসলামী উপজেলার আমীর মাওলানা মো. কুতুব উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন পৌর জামায়াতে ইসলামীর আমীর কাজী কুতুব উদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক মো. ছালেহ্ আহমদ কোম্পানী, মো. আব্দুল হান্নান, এটি.এম মাসুদ চৌধুরী, মো. নূরুল আলম মাস্টার, মো. আবু তালেব প্রমুখ। এ সময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন চোখ মানুষের একটি অমূল্য সম্পদ, কারণ এর সাহায্যে আমরা পৃথিবীর আলো, সৌন্দর্য এবং চারপাশের সবকিছু দেখতে পাই। দৃষ্টিশক্তি ছাড়া জীবন অন্ধকারময় হয়ে যায়, তাই এই মূল্যবান অঙ্গটির সঠিক যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। চোখ আমাদের চারপাশের জগতকে উপলব্ধি করতে সাহায্য করে এবং মানুষের অনুভূতি ও কষ্ট বুঝতেও সহায়তা করে। তাই মানব কল্যাণ পরিষদের আয়োজনে প্রায় ৫শতাধিক রোগীদের ফ্রি চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং চিকিৎসাপত্র ও প্রয়োজনীয় ঔষুধ বিনামূল্যে চশমা প্রদানসহ ইত্যাদি সেবা প্রদান করা হয়।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত