
জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টার:-
ঐতিহ্যবাহী চন্দনাইশ উপজেলার কাঞ্চন নগর রহমানিয়া দরবার শরীফের ব্যবস্থাপনায় “আহমদ মুহাম্মদ (দ.) নাম মনপ্রাণ মধুময় আমার গাউসুল আজম মাইজভান্ডারীর (ক.) সে মধুর ভান্ড হয়” আ’লে রাসুল (দ.) হুজুর ইমামুল আউলিয়া হযরত গাউসুল আজম মাইজভান্ডারী মাওলানা শাহ্সুফি গোলামুর রহমান (ক.) বাবা ভান্ডারী’র ফয়েজপ্রাপ্ত খলিফা হযরত শাহ্ সুফি ডা: আহমদুর রহমান (ক.) আল-মাইজভান্ডারী কেবলা কাবার ৪৭ তম মহান পবিত্র বার্ষিক ওরশ শরীফ মাজার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
৪ নভেম্বর (মঙ্গলবার) সকাল থেকে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মাজারে গিলাফ ছড়ানো, খতমে কুরআন, মিলাদ, কিয়াম, জিকির, জিয়ারত ছেমা মাহফিল, আখেরী মুনাজাত সহ তবারুক বিতরণ, ইত্যাদি সম্পন্ন হয়।

মহান পবিত্র বার্ষিক ওরশ শরীফ উপলক্ষ্যে শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক.) ট্রাষ্টের ব্যবস্থাপনায় শতাধিক কিশোরীকে নাক ও কর্ণ ছেদনসহ বিনামূল্যে রিং ও ঔষুধ বিতরণ কালে উপস্থিত ছিলেন অত্র দরবারের আওলাদগণ যথাক্রমে, মো. গোলাম মাওলা চৌধুরী, মো. গোলাম ফারুক চৌধুরী, মো. গোলাম রব্বানী চৌধুরী, মো. নুরুল কাদের চৌধুরী, মো.গোলাম আজাদ চৌধুরী, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চন্দনাইশ ও সাতকানিয়া মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটির সাংগঠনিক সমন্বয়কারী ডা. আব্দুর রহমান, সাংগঠনিক সমন্বয়কারী মো.আবু তাহের, আমির ভান্ডার কেন্দ্রীয় কমিটির সদস্য মো.বাদশা মিয়া, চন্দনাইশ উপজেলা “খ” জোনের সাংগঠনিক সমন্বয়কারী এম.শাহনেওয়াজ চৌধুরী, কাঞ্চনাবাদ ইউনিয়ন শাখার সভাপতি মো. আবুল কাশেম কোম্পানী, চন্দনাইশ প্রেসক্লাব আহ্বায়ক কমিটির সদস্য মো.জাহাঙ্গীর আলম চৌধুরী প্রমুখ।