জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি:-
চট্টগ্রামের চন্দনাইশে মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি চন্দনাইশ পৌরসভা শাখার উদ্যোগে গাউসুল আজম হযরত শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারীর বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
১২ জানুয়ারি (সোমবার) বিকালে চন্দনাইশ সদরস্থ শাহ আমিন পার্ক প্রাঙ্গণে এ শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়। মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি চন্দনাইশ পৌরসভা শাখার সভাপতি আলহাজ্ব মো. ইউছুফ ভান্ডারীর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ পৌরসভা এলডিপি'র সভাপতি আলহাজ্ব এম. আইনুল কবির।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম মুহিব উল্লাহ, নাছির উদ্দীন, আবদুর রহমান, আহমদ হোসেন ভান্ডারী, তাইফু সিকদার প্রমুখ। পরে অতিথিরা দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত