চন্দনাইশ প্রতিনিধি :
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী সোনা বটতল এলাকায় ২টি অটোরিকশা ও যাত্রীবাহী ঈগল বাসের মুখোমুখী সংঘর্ষে ৩ অটোরিকশা যাত্রী নিহত ও চালকসহ ১০ জনের অধিক আহত হয়।
গতকাল ১৫ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১ টার সময় কক্সবাজার অভিমূখী যাত্রীবাহী ঈগল বাস (চট্ট-মেট্টো-ব-১১-০১২৩) সাথে দোহাজারী অভিমূখী নাম্বারবিহীন ২টি অটোরিকশার মূখোমূখী সংঘর্ষে অটোরিকশা ২টি ধুমড়ে-মুছড়ে যায়। এ সময় অটোরিকশা যাত্রী এলডিপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কর্ণেল অলির ভাগ্নি, হাশিমপুর খাঁজীর পাড়ার ফাতেমা বেগম (৭৫), তারই পুত্রবধু শামীম আকতার (৪২), অপসোনিন ঔষধ কোম্পানীর এমআর মো. শরীফ (৩০) কে গুরুতর আহত অবস্থায় বিজিসি ট্রাস্ট মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সৈকত চন্দ্র পাল তাদেরকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় অটোরিকশা চালক বাগিচাহাট এলাকার পলাশ দাশ (২৪), চালক মাহবুব আলম (৪৫), যাত্রী মো. হামিম (২০), মো. সজিব (২৫), আবদুর রহিম (৪৫), মো. মারুফ (২৪), জুকুম বাহার, জাকের হোসেনসহ ১০ জনের অধিক আহত হয়। আহতদেরকে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্স ও বিজিসি ট্রাস্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ৫ জনকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করেন। খরব পেয়ে দোহাজারী হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মাহবুব আলম ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনা কবলিত গাড়ি ৩টি উদ্ধার করে থানায় নিয়ে যান। দুর্ঘটনা ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলছিল বলে জানান। ঈগল বাসের চালক ও হেলপার পলাতক রয়েছে বলে জানান তিনি।