জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টার:-
চন্দনাইশ উপজেলার ঐতিহ্যবাহী সাতবাড়ীয়া হাফেজ নগর দরবার শরীফের প্রতিষ্ঠাতা, দর মদহে ফখরে জমা, পেশওয়া-য়ে ছালেকান মাদিনে কাশফ্ ওয়া কারামাত, মাম্বায়ে মারফুয়ুযাত মাসদারে কামালাত বাহারুল উলূম আশরাফুল আওলীয়া হুজুর গাউছে জামান হযরত শাহ্ সূফী হাফেজ ক্বারী মাওলানা সৈয়দ ফজলুর রহমান হাফেজ নগরী আল-মাইজভান্ডারী বাবাজান কেবলা'র সহধর্মিণী, ফাতেমায়ে সানি, আবাদি-উস সাইম, উম্মুল বুজুর্গান, মুহতারামা সৈয়্যদা মেহরাজুন বিবি আল- হাফেজ নগরী (রহ)'র পবিত্র বার্ষিক ওরশ শরিফ ও রহমানিয়া মাবুদিয়া সুন্নিয়া দারুল আরকাম মাদ্রাসার বার্ষিক সালানা জলসা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তা'আলা আলাইহি ওয়াসাল্লাম মাহফিল মাদ্রাসার পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় সম্পন্ন হয়েছে। ১৬ ডিসেম্বর (মঙ্গলবার) মহান বিজয় দিবস পালনসহ বাদে যোহর গভীর রাত পর্যন্ত ওয়াজ নসিহতের মাধ্যমে সালানা জলসা অনুষ্ঠিত হয়। হাফেজ নগর দরবার গাউছিয়া মাবুদ মঞ্জিলের সাজ্জাদানশীন আহলে সুন্নাত ওয়াল জামা'আত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও রহমানিয়া মাবুদিয়া সুন্নিয়া দারুল আরকাম মাদ্রাসার সভাপতি পীরে ত্বরিকত হযরতুল আল্লামা মুফতি সৈয়দ আশেকুর রহমান হাফেজ নগরী মাইজভান্ডারী'র (মা: জি:আলী)'র সভাপতিত্বে উদ্বোধক ছিলেন হযরত একরাম আলী শাহ্ (রা:) এন্টারপ্রাইজ'র স্বত্বাধিকারী মুহাম্মদ জাহেদুল ইসলাম জাহেদ। মাদ্রাসার সুপার মাওলানা নুরুল কবির রেজভী ও বিশিষ্ট দরবারী মুহাম্মদ নিয়াজুর রহমানের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি'র সদস্য সচিব লায়ন মুহাম্মদ হেলাল উদ্দিন।

উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি'র সদস্য হেলাল উদ্দিন (সিআইপি), চট্টগ্রাম দক্ষিণ জেলার বিএনপি'র সদস্য মঞ্জুর আলম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আ.ক.ম.মোজাম্মেল হক, বিএনপি'র নেতা নুরুল হুদা বাবর, কমিশনার নুরুল কবির, শহীদুল ইসলাম খান, দক্ষিণ জেলা যুবদল নেতা মীর মহিউদ্দীন, সমাজসেবক সিরাজুল ইসলাম, শাকিল আহমেদ চৌধুরী।
প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম রাউজান গহিরা এফ কে জামেউল উলুম বহুমুখী কামিল এম এ মাদ্রাসার মুহাদ্দিস, মুজাহিদে মিল্লাত, রওনাকে আহলে সুন্নাত হযরতুল আল্লামা মুহাম্মদ ফখরুদ্দীন আল-কাদেরী (মা.জি.আ)। বিশেষ বক্তা ছিলেন সাতবাড়ীয়া শাহ্ আমানত (রাহ:) দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মুহাম্মাদুল হক, মুহাদ্দিস সবার সু-পরিচিত বক্তা মাওলানা রমিজ আহমদ ছমদীসহ দেশবরেণ্য পীর মাশায়েখ, ওলামায়ে কেরাম, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, আইনজীবী, সাংবাদিক, শিক্ষাবিদ, সমাজসেবক ও ভক্ত অনুরাগী উপস্থিত ছিলেন। মিলাদ, কিয়াম শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন পীরে ত্বরিকত হাফেজ নগর দরবার গাউছিয়া মাবুদ মঞ্জিলের সাজ্জাদানশীন মুফতি সৈয়দ আশেকুর রহমান হাফেজ নগরী মাইজভান্ডারী মাদ্দাজিল্লুহুল আলী।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত