
জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি:-
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চন্দনাইশ পৌরসভার গাছবাড়ীয়া কলেজ গেইট ও খাঁনহাট বাজার এলাকায় গণসংযোগ করেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের বৃহত্তর সুন্নী জোট সমর্থিত ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকে সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা সোলাইমান ফারুকী।
এসময় তার সাথে গণসংযোগে উপস্থিত ছিলেন তার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মুহাম্মদ কলিম উদ্দিন, ছাত্রসেনার জেলা সমন্বয়ক আরিফ হোসেন সবুজ, নির্বাচন পরিচালনা কমিটি মিডিয়া সেলের প্রধান মো. রাজিব হোসেন রিফাত, আনোয়ার হোসেন, মিজানুর রহমান, মাওলানা আনোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মো. তাইফু সিকদার, আবু ইউসুফ নূর, কাজী এহসান, আব্দুল নবী, মহিউদ্দিন, মো. শাহাদাত হোসেন চৌধুরী, কাজী সাঈদ, মো. জিকু, আসিফ, জিহান, আব্দুর রশিদ, মো. মফিজ প্রমূখ।