1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে ভোর ৬টায় স্বাস্থ্য কমপ্লেক্সে এসেও আল্ট্রা করতে পারলেন না আয়েশা মাওলানা রইস উদ্দিন হত্যা : বিচার দাবিতে বোয়ালখালীতে সড়ক অবরোধ নোয়াখালীতে শ্রমিক দিবস উপলক্ষ্যে জিসপ’র আলোচনা সভা নোয়াখালীতে রেলপথ অবরোধ করেছে সাধারণ জনগণ মুফতি গিয়াস উদ্দীন তাহেরীকে সংবর্ধনা চন্দনাইশে আল্লামা নূরী মেধা বৃত্তি পরীক্ষার পুরষ্কার বিতরণী সভায় মাও. আবুল কাসেম নূরী বাকলিয়ায় জোড়া খুনের প্রধান আসামি অস্ত্রসহ গ্রেফতার। জেলা গোয়েন্দা শাখা কর্তৃক ১টি একনলা বন্দুক, ১টি দেশীয় রাইফেল ও ৬টি ওয়ান শ্যুটার গান এবং ১টি মাইক্রোবাস উদ্ধারসহ ২ জন আসামী গ্রেফতার। চট্টগ্রামে বিটিবির প্রোগ্রামের অভিমত: পর্যটনে অমিত সম্ভাবনার চট্টগ্রাম ও বৃহত্তর চট্টগ্রাম এখনো আটকে আছে নানা সমস্যা ও সীমাবদ্ধতার জটিল জালে। পটিয়ার ঐতিহ্যবাহী হাবিলাসদ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১৯৯২ ব্যাচের পূর্ণ মিলনী অনুষ্ঠান আগামী ১০ জুন চন্দনাইশে মাসব্যাপী দেশীয় পণ্য বাণিজ্য মেলা শুরু

চন্দনাইশে মাওলানা রইস উদ্দীনের হত্যা প্রতিবাদে গাছবাড়িয়া ও দোহাজারীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

  • প্রকাশিত: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৬১ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টার:

গাজীপুরে খতিব মাওলানা রইস উদ্দিনকে অমানবিক নির্যাতন করে বিনা চিকিৎসায় পুলিশ হেফাজতে মৃত্যুর প্রতিবাদে চন্দনাইশের গাছবাড়িয়া ও দোহাজারীতে পৃথক পৃথক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। গাছবাড়িয়াতে প্রতিবাদকারীরা কাফনের কাপড় পড়ে বিক্ষোভ মিছিল শেষে সড়কে শুয়ে সড়ক অবরোধ করে ব্যতিক্রম ধর্মী প্রতিবাদ জানান।
আজ ৩০ এপ্রিল (বুধবার) বিকালে বৃহত্তর চন্দনাইশ আহলে সুন্নাত ওয়াল জামা’আত, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা, ছাত্রসেনার যৌথ উদ্যোগে গাছবাড়িয়া পুরাতন কলেজ গেইটে মানববন্ধন শেষে কাফনের কাপড় পড়ে বিক্ষোভ মিছিল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদকারীরা কাফনের কাপড় পড়া অবস্থায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে শুয়ে দীর্ঘ প্রায় ঘন্টাকাল ব্যাপী সড়কে অবস্থান করে। ফলে সড়কের উভয় পাশে চট্টগ্রাম ও কক্সবাজার অভিমূখী শত শত যানবাহন আটকা পড়ে যায়। এ সময় প্রতিবাদকারীরা মাওলানা রইস উদ্দীনের হত্যাকারীদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গ্রেফতারের কালক্ষেপন করলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা দেয়ার হুশিয়ারী উচ্চারণ করেন। পাশাপাশি স্বরাষ্ট ও ধর্ম উপদেষ্টার ব্যর্থতার জন্য পদত্যাগের দাবী জানিয়েছেন।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মো. সোলাইমান ফারুকী, বক্তব্য রাখেন ইসলামী ফ্রন্ট নেতা মাস্টার আবুল হোসেন, মাওলানা এনাম রেজা কাদেরী, মাওলানা আবুল কাসেম আনছারী, ফয়েজ উল্লাহ খতিবী, সাংবাদিক আরফাত হোসেন, মো. পারভেজ, সরোয়ার উদ্দীন, মাওলানা আবু তালেব, সেকান্দার হোসেন, মাওলানা ছৈয়দুল হক, মাওলানা আবু ছৈয়দ, মো. এনাম, মো. শাহাদাত হোসেন চৌধুরী, আবদুল মতিন, মো. মিজানুর রহমান, মো. সায়েদ, মো. মহিউদ্দীন প্রমূখ।
এদিকে আহলে সুন্নাত ওয়াল জামা’আত, ইসলামী ফ্রন্ট, যুবসেনা, ছাত্রসেনা, দোহাজারী পৌরসভা শাখার যৌথ উদ্যোগে দোহাজারী সদরে মাওলানা রইস উদ্দীনের হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পদক্ষিণ করে। পরে প্রতিবাদ সভা মাওলানা খোরশেদ আলম রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মুফতি মাওলানা আহমদ হোসাইন আল-কাদেরী, মাওলানা মুখতার হোসেন শিবলী, কলিম উদ্দীন, হারুনুর রশিদ হোসাইনী, মুহিম বাদশা, মুহাম্মদ আনোয়ার হোসাইন, নুর হোসাইন, মো. ইমন, মো. এনাম, মো. সাইমন হাসান জিকু প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জোবাইর মুহাম্মদ জিসান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট