1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৩ অপরাহ্ন

চন্দনাইশে মাওলানা রইস উদ্দীনের হত্যা প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ২২১ বার পড়া হয়েছে

চন্দনাইশ প্রতিনিধি :
গাজীপুরে খতিব মাওলানা রইস উদ্দিনকে অমানবিক নির্যাতন করে বিনা চিকিৎসায় পুলিশ হেফাজতে মৃত্যুর প্রতিবাদে চন্দনাইশের রৌশনহাট চত্বরে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
২৯ এপ্রিল (মঙ্গলবার) বিকালে জাঁহাগিরিয়া শাহছুফি মমতাজিয়া দরবার শরীফ ও দাওয়াতে সূফী সংগঠনের যৌথ উদ্যোগে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পদক্ষিণ করে। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন শাহজাদা মাওলানা খাজা মুহাম্মদ মোবারক আলী, বক্তব্য রাখেন শাহজাদা মাওলানা মুহাম্মদ মনজুর আলী, সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী, মাওলানা মুহাম্মদ রেজাউল করিম, মাওলানা আবুল কাসেম আনসারী, এডভোকেট মো. দেলোয়ার হোসেন, মাওলানা অলি আহমদ, মুহাম্মদ তৈয়ব আলী, মুহাম্মদ রেজাউল করিম, মাওলানা মুহাম্মদ ইদ্রিস, মাওলানা হাফেজ নাসির উদ্দিন, হাফেজ ফাহিম, মুহাম্মদ রিদুওয়ান প্রমূখ। সভায় বক্তাগণ বলেন, একজন তরুণ আলেমে দ্বীনকে কারো মৌখিক অভিযোগের ভিত্তিতে প্রকাশ্য দিবালোকে গাছের সাথে বেঁধে শারীরিকভাবে নির্যাতন করা, কোনরূপ

 

চিকিৎসা সেবা না দিয়ে রাতেই পুলিশ হেফাজতে মৃত্যু হওয়া একটি সুস্পষ্ট জুলুম। তিনি নাগরিক অধিকার বঞ্চিত হয়েছেন, জুলুমের শিকার হয়েছেন, আমরা সকল প্রকার জুলুম অন্যায়ের বিরুদ্ধে সোচ্ছার। এই ঘটনার সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবী জানান। আজ ৩০ এপ্রিল বিকালে গাছবাড়িয়া পুরাতন কলেজ গেইট এলাকায় ইসলামী ফ্রন্ট, যুবসেনা, ছাত্রসেনার যৌথ উদ্যোগে একইভাবে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট