
জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি:-
উপজেলার গাছবাড়ীয়া মাজার পয়েন্ট ব্রিজ সংলগ্ন শাহ সূফী মাওলানা কাজী আবদুর রহমান শাহ (রহ.)’র বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে মাজার ও ওরশ শরীফ পরিচালনা কমিটির উদ্যোগে ঈদ-এ মিলাদুন্নী (দ.) মাহফিল অনুষ্ঠিত হয়।
গত ২৩ মে বাদে মাগরিব হতে মাজার শরীফ প্রাঙ্গণে ওরশ উপলক্ষ্যে ঈদ-এ মিলাদুন্নবী (দ.) মাহফিলে সভাপতিত্ব করেন সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ সোলাইমান ফারুকী। তকরির করেন মাওলানা আবুল কাশেম আনসারী, মাওলানা সাইফুল ইসলাম, সাংবাদিক মুহাম্মদ আরফাত হোসেন, মুহাম্মদ আবুল কালাম, গাজী আলাউদ্দিন শাহ, মো. ইদ্রিস, মো. ফাহিম, মো. জিহান, মো. সেলিম, মো. বেলাল, মো. রিয়াদ, মো. হান্নান প্রমূখ। মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা সোলাইমান ফারুকী।