
জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি:-
চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সদস্য সচিব আবদুর রহমান শ্যামার উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৩ জানুয়ারি (শনিবার) সন্ধ্যায় গাছবাড়ীয়া পুরাতন কলেজ গেইট এলাকায় এ দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী ও জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি, এম. এ. হাশেম রাজু’র সভাপতিত্বে দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ।
আলোচনায় অংশ নেন, বিএনপি নেতা যথাক্রমে আইনুল হুদা, মো. শহিদুল ইসলাম, মো. সিকান্দার বাদশাহ, মো. ইউসুফসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ। শেষে সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ, কিয়াম, দোয়া ও মোনাজাত করা হয়।