জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ১১ অক্টোবর (শনিবার) বিকালে পৌরসভার গাছবাড়িয়া কলেজ গেইট ও খানহাট এলাকায় লিফলেট বিতরণ ও ধানের শীষের প্রচারণা চালাচ্ছেন দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের মনোনয়ন প্রত্যাশী ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নুরুল আনোয়ার চৌধুরী।
এ সময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপি’র নেতা আ.ক.ম মোজাম্মেল হক, মাহমুদুর রহমান মাদু, মাসুদুর রহমান, নুরুল কবির, নুরুল হুদা বাবর, শামসুদ্দিন মেম্বার, আইনুল হুদা চৌধুরী, শহিদুল ইসলাম, ফয়েজুর রহমান, সাইফুল ইসলামসহ চন্দনাইশ বিএনপি, যুবদল, ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, নেতারা জনগণের মাঝে দলের ৩১ দফা কর্মসূচি তুলে ধরেন এবং ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।