জাহাঙ্গীর আলম চৌধুরী, চন্দনাইশ প্রতিনিধি:
চন্দনাইশ উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক সাম্প্রতিক সময়ে উজান হতে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত দুস্থ অসহায় পরিবারের বাড়ি-ঘর মেরামত/পুনঃনির্মাণের জন্য ঢেউটিন ও গৃহ মঞ্জুরীর চেক বিতরণ করা হয়েছে।
৩ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে উপজেলা পরিষদের সামনে ঢেউটিন ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবদুল জব্বার চৌধুরী।
উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম, উপজেলা আ'লীগের সভাপতি আলহাজ্ব জাহিদুল ইসলাম জাহাঙ্গীর,মহিলা ভাইস চেয়ারম্যান কামেলা খানম রুপা,উপজেলা আ'লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হেলাল উদ্দিন চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন অফিসার রিয়াদ হোসেন,বোরহান উদ্দিন গিফারী প্রমুখ।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত