জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি:
চন্দনাইশে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে প্রধান শিক্ষকগণের মাসিক সমন্বয় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ জুলাই (বুধবার) দুপুরে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রাজিব হোসেনের সভাপতিত্বে পূর্ব চন্দনাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিবুল্লাহ’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস এম আবদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ কবির হোসেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক যথাক্রমে, মোহাম্মদ মনিরুল ইসলাম, মোহাম্মদ জহিরুল আলম , মোহাম্মদ জালাল আহমদ, সেলিনা নাসরিন প্রমুখ।