জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টার:
চট্টগ্রামে চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেছেন চন্দনাইশ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
৮ জুলাই (মঙ্গলবার) দুপুরে দোহাজারী পৌরসভা চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) ও দোহাজারী পৌরসভার প্রশাসক ডিপ্লোমেসি চাকমা। কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় দোহাজারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাগাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রায়জোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, জামিজুরী অমিতাভ সরকারি প্রাথমিক বিদ্যালয়, দিয়াকুল কে এম সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাছনদন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়, দিয়াকুল তপোবন সরকারি প্রাথমিক বিদ্যালয়, সানোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব দোহাজারী আফজল সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ দোহাজারী পৌরসভার ১২টি প্রাথমিক বিদ্যালয় ও ২ টি মাদ্রাসা সহ ১৪০ জন শিক্ষার্থীদের কাঁঠাল, নিম, বেল সহ ৪ ধরনের গাছের চারা দেওয়া হয়। গাছের চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দোহাজারী পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মো. শামসুদ্দিন, সহকারী প্রকৌশলী মো. নাঈম উদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী তিলকানন্দ চাকমা, উপ-সহকারী প্রকৌশলী বিদ্যুৎ তন্ময় চাকমা, চন্দনাইশ প্রেসক্লাবের সদস্য সচিব সৈকত দাশ ইমন, সদস্য মো. শহীদুল ইসলাম, উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা সৈকত বড়ুয়া, হিসাব রক্ষক মো. জাহাঙ্গীর আলম, লাইসেন্স পরিদর্শক বিধান বড়ুয়া, সুপার ভাইজার জমির উদ্দিন, উত্তম সেন, মো. কামাল উদ্দিন, মো. রিদুয়ান হোসাইন রানা, মো. খালেদ বিন কাশেম, মো. ইকবাল হাসান সহ জামায়াতে ইসলামী, এলডিপি, ও বিএনপি’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।