জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টার:
প্রত্যাশী- সিমস প্রজেক্ট (দ্বিতীয় পর্যায়)'র আয়োজনে চন্দনাইশে ইউনিয়ন মাইগ্রেশন ফোরাম সদস্যদের অংশ গ্রহণে এক "দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ" সম্পন্ন হয়। ৫ মে সোমবার "উন্নয়নের মহাসড়কে, অভিবাসীরা সবার আগে" প্রতিপাদ্য নিয়ে উপজেলা কনফারেন্স রূমে প্রজেক্ট ম্যানেজার বশির আহমদ মনির সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে সঞ্চালনা করেন প্রজেক্ট অফিসার মীর নাজমুল হাসান ও মিজানুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিব হোসেন। এতে ৫টি ইউনিয়নের মাইগ্রেশন ফোরামের সভাপতি-সেক্রেটারি, সাংবাদিকসহ সংশ্লিষ্ট ৩০জন প্রতিনিধি অংশ নেন। প্রকল্পটি সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা হেলভেটাস বাংলাদেশের কারিগরি সহায়তায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
এতে বক্তারা নিরাপদ অভিবাসন ও বৈধ উপায়ে রেমিট্যান্স পাঠানোর উপর গুরুত্বারোপ করে বলেন, দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে রেমিট্যান্স যোদ্ধাদের পাশে দাঁড়াতে হবে। বিদেশ যাওয়ার পূর্বে দক্ষ শ্রমিক হিসেবে গড়ে তুলতে হবে। প্রতারণার শিকার ব্যক্তিদের আইনী সহায়তার মাধ্যমে সামাজিক সুরক্ষা দিতে হবে। সরকারের সুবিধাগুলো তাদের দোরগোড়ায় পৌঁছাতে হবে।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত