জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টার:
মহান পবিত্র জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু তা’আলা আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও মিছিল সম্পন্ন হয়েছে।
২৯ আগস্ট (শুক্রবার) বাদে জুমা চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া পলিয়া পাড়া সুন্নি ত্বরিকত ঐক্য পরিষদের উদ্যোগে বহু বছর পূর্বে প্রতিষ্টিত হাজী খাদেম আলী কেন্দ্রীয় শাহী জামে মসজিদ থেকে গাউছুল আজম নতুন জামে মসজিদ ও গাউছুল আজম এবাদত খানা সড়ক হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে জশনে জুলুছ শেষ হয়। উক্ত জুলুছে সদারত করেন পীরে ত্বরিকত হযরত মুফতি সৈয়দ আশেকুর রহমান হাফেজ নগরী মাইজভান্ডারী মাদ্দাজিল্লুহুল আলী।