জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টার:
মহান পবিত্র ১২ রবিউল আউয়াল আল্লাহ'র প্রিয় হাবীব সরকারে খায়েনাত আঁকা নামদার তাজেদারে মদিনা হুজুর ফুরনূর সাল্লাল্লাহু তা'আলা আলাইহি ওয়াসাল্লাম আগমন উপলক্ষ্যে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষ্যে স্বাগত র্যালী সম্পন্ন হয়েছে।
২৯ আগস্ট (শুক্রবার) বাদে জুমা চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া আরিফ শাহ্ পাড়া এলাকাবাসীর উদ্যোগে শত শত বছর পূর্বে প্রতিষ্টিত আরিফ শাহ্ পাড়া কেন্দ্রীয় শাহী জামে মসজিদ থেকে হযরত ওসমান শাহ্ (রাহ.) মাজার শরীফ জিয়ারতের মাধ্যমে জুলুছে যোগ দেন মাদ্রাসার ছাত্র, দরবারের ভক্ত মুরিদান ও স্থানীয় মুসল্লীরা। সবার মুখে মুখে ছিল দরুদ শরীফ, জিকির ও নাতে রাসূল সহ ইসলামি স্লোগান আর হাতে ছিল দরবারের পতাকা ও কালেমা খচিত পতাকা নিয়ে জশনে জুলুছ বের করা হয়। এ জুলুছে সদারত করছেন ঐতিহ্যবাহী হাফেজ নগর দরবার গাউছিয়া মাবুদ মঞ্জিলের সাজ্জাদানশীন পীরে ত্বরিকত হযরত শাহ্ সুফি মুফতি সৈয়্যদ আশেকুর রহমান হাফেজ নগরী, মাইজভান্ডারী মাদ্দাজিল্লুহুল আলী।
আরো উপস্থিত ছিলেন মাওলানা কামরুদ্দীন নূরী,মোহাম্মদ আয়ুব তাহেরী। জুলুছে শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত