জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টার:
চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার দোহাজারী জামিজুরী আ রহমান উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইফতেখার উদ্দিন সুমনের অভিষেক অনুষ্ঠান ৮ এপ্রিল (মঙ্গলবার) দুপুর ১২ টার সময় বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠান সম্পন্ন হয়। স্কুলের প্রধান শিক্ষক জাফর আহাম্মদের সভাপতিত্বে শিক্ষক হাসান তারেকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সংবধিত এডহক কমিটির সভাপতি ইফতেখার উদ্দিন সুমন। এছাড়া উক্ত বিদ্যালয়ের সাবেক ভাইস চেয়ারম্যান ও দোহাজারী প্রেস ক্লাব সভাপতি নাসির উদ্দিন বাবলু, এডহক কমিটির অন্য দুই সদস্য দেলোয়ার হোসেন ও শিক্ষিকা মাধুবী লতা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক অভিভাবক সদস্য আমির হোসেন, সাংবাদিক ফয়েজুর রহমান, এস এম রাশেদ, সাবেক অভিভাবক সদস্য নুর মোহাম্মদ, প্রাক্তন ছাত্র মোহাম্মদ ফয়েজ, সাইফুল ইসলাম, মো ফারুক, মো ইউনুচ, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা রাবিয়া বেগম প্রমুখ।
সংবর্ধিত এডহক কমিটির সভাপতি সুমন তার বক্তব্যে বলেন আমি সভাপতি হিসাবে নয়। আমি বিদ্যালয়ের মান উন্নয়নে সেবক হিসাবে কাজ করতে চাই। আমি সকলের সম্মিলিত প্রচেষ্টায় দোহাজারী জামিজুরী আ. রহমান উচ্চ বিদ্যালয়কে দক্ষিণ চট্টগ্রামের শ্রেষ্ট বিদ্যাপিঠ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অনুষ্ঠানে মোনাজাত করেন বিদ্যালয়ের হেড মাওলানা আলহাজ্ব মোহাম্মদ মহসিন।
অনুষ্ঠান শেষে এডহক কমিটির সভাপতি ইফতেখার উদ্দিন সুমন বিদ্যালয়ের প্রতিষ্টাতা মরহুম আহমেদুর রহমানের কবরে ও দাতা স্বগীয় ভগিরত সিংহ হাজারী'র শ্বশানে গিয়ে পুষ্পমাল্য অর্পণ করেন।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত