জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি:
উৎসব মুখর পরিবেশে চন্দনাইশে শুরু হয়েছে জাতীয় টাইফয়েড টিকা ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
১২ অক্টোবর (রবিবার) সকাল ১০টায় উপজেলার কাঞ্চনাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কর্মসূচির উদ্বোধন করা হয।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিব হোসেন।
উপজেলা স্বাস্থ্য প.প.কর্মকর্তা ডা. রশ্মি চাকমা’র সভাপতিত্বে স্কুলের প্রধান শিক্ষক সমীর কুমার দে’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ডা. দীপন দেবনাথ এমওডিসি, ডা. শিব্বির আহমদ প্রিন্স এমওসিএস, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমিত ভট্টাচার্য, মাধ্যমিক একাডেমি সুপার ভাইজার বিপিন চন্দ্র রায়, শিক্ষক যথাক্রমে, আব্দুল আজিজ, দিলীপ কান্তি দেব, অপনীতা চৌধুরী, হীরো রায় চৌধুরী, জাহাঙ্গীর আলম, ফরিদুল ইসলাম, পরিসংখ্যানবিদ আহসান হাবিব, এমটি (ইপিআই) মুহাম্মদ আব্দুর রাজ্জাক, স্বাস্থ্য পরিদর্শক তরুণ কুমার সরকার, সাবেক স্বাস্থ্য পরিদর্শক পুপুল চৌধুরী, কাঞ্চন ভট্টাচার্য, সহকারী স্বাস্থ্য পরিদর্শক শামসুল আলম চৌধুরী, স্বাস্থ্য সহকারী কাজী মো. রিদোয়ান, পরিবার পরিকল্পনা সহকারী আকলিমা সুলতানা, রেড ক্রিসেন্ট সোসাইটির মঈনুদ্দিন মিজান, মুমেন শাহরিয়ার, সাইমন, রিমন, সানি প্রমূখ।
চন্দনাইশ উপজেলার ২টি পৌরসভা ও ৮টি ইউনিয়নে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে ২৯৫ টি কেন্দ্রে মোট ৫৫ হাজার ৫২৬ জন এবং কমিউনিটি পর্যায়ে ২৪২ টি কেন্দ্রে ২১ হাজার ৮৩০ জন শিশুকে টিকা প্রদান করা হবে। ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশুকে টাইফয়েড প্রতিরোধী টিকার আওতায় আনবে। উপজেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী ১২ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ১০ কর্মদিবস শিক্ষা প্রতিষ্ঠানে ১ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ৮ কর্মদিবস কমিউনিটি পর্যায়ে স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্র সমূহে অনুষ্ঠিত হবে। টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন (টিসিভি) এ সময়ে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রাক-প্রাথমিক থেকে ৯ম শ্রেণির ছাত্র-ছাত্রীদেরকে বিনামূল্যে ১ ডোজ টিসিভি টিকা প্রদান করা হবে। কর্মসূচির আওতায় উপজেলার ২টি পৌরসভা ও ৮টি ইউনিয়নে ৭৭ হাজার ৩৫৬ জন শিশুকে বিনামূল্যে ইনজেকটেবল টিকা প্রদান করা হবে।