জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি:-
চন্দনাইশে জামায়াতে ইসলামী চন্দনাইশ উপজেলা শাখার আয়োজনে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৩ জানুয়ারি) (শুক্রবার) বিকালে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলা জামায়াতের আমির মাওলানা কুতুব উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি কাজী আহসান সাদেক পারভেজের সঞ্চালনায় দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী'র কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির এড.আনোয়ারুল আলম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন জননেতা ডা. মো. শাহাদাৎ হোসেন, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া-আংশিক) আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের প্রার্থী অধ্যাপক ওমর ফারুক, খেলাফত মজলিস চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মুফতি আবু তাহের তুরাবী, খেলাফত মজলিসের চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুল করিম কাসেমী, চট্টগ্রাম মহানগর জামায়াত নেতা সাইফুদ্দীন, উত্তর সাতকানিয়া জামায়াতের আমির মাস্টার সিরাজুল ইসলাম, সেক্রেটারি
মো. ইলিয়াস, উপজেলা এলডিপির সেক্রেটারি আক্তার আলম, পৌরসভা জামায়াতের আমির কাজী কুতুবউদ্দিন, সেক্রেটারি মাওলানা নাজিম উদ্দীন, বিশিষ্ট শিল্পোদ্যোক্তা ও সমাজসেবক মো. জাহাঙ্গীর আলম, আব্দুল মান্নান, জামায়াত নেতা অধ্যক্ষ মাহফুজুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ছাত্রনেতা হেলাল উদ্দিন, জামায়াত নেতা আহমেদ কবির হিরু, হারুন উর রশিদ, দোহাজারী পৌরসভা আমির শহিদুল ইসলাম, জামায়াত নেতা কায়েদে আজম ইমরান বকর, মোজাফফর আহমদ জাফর, শফিকুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, সাবেক ছাত্রনেতা মিছবাহ উদ্দিন তামিম, আব্দুল কাদের বেলাল, জয়নাল আবেদীন, ইন্জিনিয়ার আসিফ মাহমুদ, নাজিম উদ্দীন, শামীম উদ্দীন, জামায়াত নেতা আতাহার হোসেন, জসিম উদ্দিন প্রমূখ। এসময় বক্তারা বলেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ ১০ দলীয় জোটের প্রার্থী অধ্যাপক ওমর ফারুককে ছাতা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত