জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের কর্মসূচি সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
২৩ অক্টোবর (বৃহস্পতিবার) বিকালে চন্দনাইশ সদর বিএনপির কার্যালয়ে চন্দনাইশ উপজেলা, পৌরসভা ও দোহাজারী পৌরসভা যুবদলের যৌথ উদ্যোগে প্রস্তুতি সভায় পৌরসভা যুবদলের আহবায়ক মো. আজম খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দক্ষিন জেলা যুবদলের সভাপতি মো. শাহজাহান, প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আজগর। চন্দনাইশ পৌরসভা ও দোহাজারী পৌরসভা যুবদলের সদস্য মো. শহিদুল ইসলাম ও মাহবুবুর রহমানের যৌথ সঞ্চালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো. শাহজাহান, সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান, যুগ্ম সম্পাদক মজিদ শাহ, আবু বক্কর, নুরুল কবির, মীর মহিউদ্দীন, দোহাজারী যুবদলের আহবায়ক ইখতিয়ার সুমন, সদস্য সচিব নেছার উদ্দীন, সিনিয়র যুগ্ম আহবায়ক মোশারফ হোসেন, রবিউল হোসেন ছোটন, মো. কামরুল, লোকমান, ফরিদুল আলম, শাকিল, সোলাইমান, রাজীব উদ্দীন চৌধুরী, মানিক, ছবুর, জাকির, জোবায়ের, নাছির, হামিদ, ফারুক, আজিজ, আজম, মঞ্জুর, নোমান শিবলী প্রমূখ। সভায় বক্তাগণ বলেন, আগামী বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে সবাইকে আহবান জানান।