জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি:-
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব জসীম উদ্দিন আহমেদের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ২৬ জানুয়ারী (মঙ্গলবার) বিকালে বরকল ইউনিয়নে বড়ুয়া পাড়া এলাকায় বরকল ইউনিয়ন বিএনপি'র উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বরকল ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি নাসির উদ্দিন সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যানের উপদেষ্টা প্রফেসর ড. সুকুমল বড়ুয়া। প্রধান বক্তা ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ-সভাপতি ও চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং চট্টগ্রাম-১৪ চন্দনাইশ সাতকানিয়া ধানের শীষে প্রতীকের প্রার্থী আলহাজ্ব জসীম উদ্দিন আহমেদের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক এম.এ.হাশেম রাজু। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি'র নেতা মো. আরজু মিয়া, হাফিজুর রহমান খান, মো. আব্দুল হাকিম, নাসির উদ্দিন চৌধুরী, নিবু কান্তি বড়ুয়া, রনি বড়ুয়া,অমর বড়ুয়া, বাবুল চৌধুরী, উজ্জ্বল বড়ুয়া, সুধীর বড়ুয়া, মো. মহিউদ্দিন কাদের, মো. সোলায়মান সুমন প্রমুখ। এসময় প্রধান অতিথি বলেন, গত ১৭ বছর ধরে আপনারা যে লড়াই-সংগ্রাম করেছেন, গুম-খুন, মামলা, হামলা ও জেল-জুলুমের মধ্য দিয়ে যে নির্যাতনের মুখোমুখি হয়েছেন তা আমরা ভুলিনি। তিনি আরও বলেন, বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধশালী করতে হলে ন্যায়, নীতি, বিচার, সংস্কার এবং মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। জাতীয় স্বার্থ রক্ষা করে দেশকে উন্নতির পথে এগিয়ে নিতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আগামী দিনে সেই কাজগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে। তাই ঐক্যবদ্ধভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আসনটিকে ধানের শীষে ভোট দিয়ে জসীম উদ্দিন আহমদকে জয়যুক্ত করার আহবান জানান।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত