জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টার:
চন্দনাইশে মহান পবিত্র ১২ রবিউল আউয়াল আল্লাহ’র প্রিয় হাবীব সরকারে খায়েনাত আঁকা নামদার তাজেদারে মদিনা হুজুর ফুরনূর সাল্লাল্লাহু তা’আলা আলাইহি ওয়াসাল্লাম আগমন উপলক্ষ্যে পবিত্র জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (সা:) অনুষ্ঠিত হয়েছে।
৩০ আগষ্ট (শনিবার) সকালে চন্দনাইশ শাহ্ আমিনুল্লাহ্ (রাহ:) জুলুছ উদযাপন কমিটির উদ্যোগে হযরত শাহ্ আমিনুল্লাহ মাজার শরীফ থেকে সবার মুখে মুখে ছিল দরুদ শরীফ, জিকির ও নাতে রাসূল মিছিল সহকারে চন্দনাইশ বিদ্দিনি পুকুর পাড়, হয়ে গাছবাড়িয়া কলেজ গেইট, খাঁনহাট বাজার হয়ে পুনরায় মাজার শরীফে এসে শেষ হয়।
পরে মাজার মাঠে এক অাজিমুশশান ঈদ-এ-মিলাদুন্নবী (সা:) মাহফিল অনুষ্ঠিত হয়। বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব জাহাঙ্গীর মোহাম্মদ আবদুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জুলুছ কমিটির আহবায়ক আলহাজ্ব মাওলানা মোহাম্মদ সৈয়দুল হক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি হযরতুল আল্লামা আলহাজ্ব হাছান আল আজহারী।
প্রধান মেহমান ছিলেন মাওলানা মোহাম্মদ আবুল হাশেম আল-কাদেরী। উদ্বোধক ছিলেন মোহাম্মদ বেলাল উদ্দিন চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মাও. সোলাইমান ফারুকী, মাও. আবুল কাশেম আনছারী, মাও. আবুল কাশেম নুরী, মাও. মোহাম্মদ মনিরুল হক সহ জুলুছ কমিটির সকল সদস্য ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।