জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি:-
চন্দনাইশে সিএনজির ধাক্কায় ৫ম শ্রেণীর ছাত্র নুর উদ্দিন (১৩) নামে এক কিশোর নিহত হয়েছে।
১৩ নভেম্বর সোমবার সকাল ৯টার দিকে চন্দনাইশ উপজেলা বরমা ডিগ্রি কলেজের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত নুর উদ্দিন চন্দনাইশ পৌরসভার দক্ষিণ হারলা ৫নং ওয়ার্ড নিজাম উদ্দীন পাড়া এলাকার রিক্সা চালক শাহ আলমের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়,নুর উদ্দিন তার ছোট ভাই সাজুকে প্রতিদিনের ন্যায় আজও সাইকেলে করে বরমা রাউলিবাগ মাদ্রাসায় পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পথে বরমা কলেজের সামনে এক সিএনজি অপর সিএনজিকে ওভারটেক করতে গিয়ে নুর উদ্দিনকে ধাক্কা দেয়। এতে নুর উদ্দিন সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত