জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি:-
চন্দনাইশে রবি মৌসুমকে ঘিরে বসতবাড়ির আঙ্গিনায় ও মাঠ পর্যায়ে শীতকালীন সবজি উৎপাদন বাড়ানো এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষে কৃষকদের মাঝে বিনামূল্যে সবজির বীজ ও রাসায়নিক সার বিতরণের কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
৬ অক্টোবর (সোমবার) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনার আওতায় বিনামূল্যে কৃষকদের মাঝে বসতবাড়ির আঙ্গিনায় শীতকালীন সবজির বীজ এবং মাঠে চাষযোগ্য সবজির বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আজাদ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার তানবীর আহসান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার ইশতিয়াক আহমদ আরিফ, উপ-সহকারী কৃষি অফিসার মানেষ দে, দিবাকর দাশ সহ উপকারভোগী কৃষকরা।
কৃষি অফিসার কৃষিবিদ মো.আজাদ হোসেন জানান, উক্ত প্রণোদনার আওতায় উপজেলার দুই পৌরসভা ও আট ইউনিয়নে ৩৫০ জন কৃষক বসতবাড়িতে চাষ করার জন্য ৭ ধরনের সবজির বীজ পাবেন এবং ৭০০ জন কৃষক মাঠে চাষ করার জন্য প্রতিজন লাউ, বেগুন, মিষ্টি কুমড়া, শসা যে কোনো একটি বীজ পাবেন। পাশাপাশি ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পাবেন। তিনি আরো বলেন উৎপাদন বৃদ্ধি ও অনাবাদি জমি চাষের আওতায়এই কর্মসূচি গ্রহণ করা হবে।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত