1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালী ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের উদ্যোগে আইডি ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান হাটহাজারী হামলার প্রতিবাদে বোয়ালখালীতে ইসলামী ফ্রন্টের বিক্ষোভ মিছিল বোয়ালখালীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা বিএনপিকে নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে -মোস্তাক আহমদ খান চন্দনাইশে আশেকানে মাইজভাণ্ডারী ঐক্য পরিষদের উদ্যোগে ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ) উদযাপন চন্দনাইশে সাতবাড়িয়া পলিয়াপাড়ায় ঈদ-এ মিলাদুন্নবী (সা:) মাহফিল অনুষ্ঠিত শাহ মাবুদিয়া দরবারে ঈদে মিলাদুন্নবী (দ.) জুলুস আজ বোয়ালখালীর হাওলা কুতুবিয়া মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) কর্ণফুলী নদীতে অভিযান, ১২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ আগামী প্রজন্মকে বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে – চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান

চন্দনাইশে আশেকানে মাইজভাণ্ডারী ঐক্য পরিষদের উদ্যোগে ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ) উদযাপন

  • প্রকাশিত: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৯ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টার:
চন্দনাইশে আশেকানে মাইজভাণ্ডারী ঐক্য পরিষদ দোহাজারী পৌরসভা কমিটির উদ্যোগে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা:) উপলক্ষ্যে স্বাগত র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে দোহাজারী পৌরসভার জাসিম কনভেনশন থেকে র‍্যালিটি শুরু হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বিওসির মোড় প্রদক্ষিণ করে সাঙ্গু কমিউনিটি সেন্টারে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কমিটির সমন্বয়ক সাইফুল ইসলাম সুমন। জিপু খান ও ফরমান উদ্দিনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন কাঞ্চন নগর রহমানিয়া মাইজভান্ডারী, শাহজাদা গোলাম মওলা
গাউছিয়া মাবুদ মঞ্জিলের সাজ্জাদানশীন পীরে ত্বরিকত মাওলানা মুফতি সৈয়দ আশেকুর রহমান, গাউছিয়া আছাদ মঞ্জিলের সাজ্জাদানশীন সৈয়দ আসাদ উদ্দিন রিয়াদ, গাউছিয়া রহমান মঞ্জিলের শাহজাদা সৈয়দ জিয়াউল হোসাইন আরমান, গাউছিয়া শহীদ মঞ্জিলের শাহজাদা মাওলানা সৈয়দ ইরফানুল হক মেশকাত, পরিষদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মাওলানা মফিজুর রহমান। দোহাজারী দরবার শরীফের আওলাদগণ, মাইজভান্ডারী আশেক ভক্তগণ ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে আশেকে রাসূল গণ দলে দলে জুলুছে যোগদান করেন। র‍্যালি ও আলোচনা সভা শেষে দোয়া মুনাজাত পরিচালনা করেন চন্দনাইশ দরবার শরীফের সাজ্জাদানশীন সৈয়দ আবু সাদাত মুহাম্মদ দায়েম বাহাদুর। আলোচনা সভায় বক্তারা বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) মানবজাতির মুক্তি ও শান্তির দিন। এ দিনে রাসুলুল্লাহ (দ.)-এর জীবনাদর্শকে ধারণ করার অঙ্গীকার করতে হবে। প্রিয় নবীর মিলাদ পালন কোনো আনুষ্ঠানিকতা নয়, বরং তাঁর দেখানো সত্য ও ন্যায়ের পথে চলার দৃঢ় অঙ্গীকার। সমাজ থেকে অন্যায়, হিংসা ও বিভেদ দূর করতে হলে অবশ্যই রাসুলুল্লাহ (দ.)-এর জীবন ও সুন্নাহ অনুসরণ করা জরুরি। বক্তারা আরও বলেন এ জশনে জুলুছে যেখানে নবীজির ভালোবাসা আছে সেখানে কোন হিংসা বিভেদ নেই। এ জশনে জুলুছে আমাদের ঐক্য ও ভ্রাতৃত্বের প্রতীক। ইসলাম শান্তি ও সম্প্রীতির ধর্ম এ রকম কর্মসূচি তরুণ সমাজকে ইসলামি আদর্শে গড়ে তুলতে সহায়ক হবে। তাঁরা উল্লেখ করেন, মাইজভাণ্ডারী দরবার সব সময় মানবসেবা, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে আসছে। মিলাদুন্নবী উপলক্ষে এ আয়োজন সেই চিরন্তন ঐতিহ্যকে আবারও স্মরণ করিয়ে দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট