1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে দক্ষিণ জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে তারুণ্যের সমাবেশ সফল করতে চন্দনাইশে প্রস্তুতি সভা নোয়াখালীর জেলা কারাগারের ১৮ ফুট দেয়াল টপকে আসামির পালানোর চেষ্টা বোয়ালখালীতে ভেজাল আইসক্রিম ও মিষ্টির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চন্দনাইশের প্রখ্যাত চিকিৎসক ডা. নুরুল আমিনের দাফন সম্পন্ন সোনাইমুড়ীতে ধানের ফলনে খুশি কৃষক, ঘরেও তুলছেন নিশ্চিন্তে চন্দনাইশে প্রত্যাশী- সিমস প্রজেক্ট মাইগ্রেশন ফোরাম সদস্যদের “দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ বোয়ালখালীতে ভোর ৬টায় স্বাস্থ্য কমপ্লেক্সে এসেও আল্ট্রা করতে পারলেন না আয়েশা মাওলানা রইস উদ্দিন হত্যা : বিচার দাবিতে বোয়ালখালীতে সড়ক অবরোধ নোয়াখালীতে শ্রমিক দিবস উপলক্ষ্যে জিসপ’র আলোচনা সভা

চট্টগ্রাম-১৪ আসনে ইসলামী ফ্রন্টের প্রার্থী আবদুস সামাদ’র সাথে সাংবাদিকদের মতবিনিময়

  • প্রকাশিত: শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ৫০১ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী

চন্দনাইশ প্রতিনিধি:-
মতবিনিময় সভায় স.উ.ম.আবদুস সামাদ বলেছেন,ওয়ান সিটি টু টাউন পরিকল্পনা নিয়ে দক্ষিণ চট্টগ্রামকে আধুনিক শহরে রূপান্তরিত করতে হবে। স্বাধীনতার ৫২ বছর পরও সরকারিভাবে দক্ষিণ চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়,কারিগরি ইন্সটিটিউট, মেডিকেল কলেজ স্থাপিত হয়নি। এ সব বাস্তবায়নের জন্য দক্ষিণ চট্টগ্রামে আলাদা জেলা করার প্রস্তাব কেউ সংসদে উপস্থাপন করেনি। বিগত সময়ে যারা মন্ত্রী,এমপি বা উপজেলা চেয়ারম্যান হয়েছেন তারা ব্যবসায়িক চিন্তা-ভাবনা নিয়ে নিজের স্বার্থে রুটিন মাফিক কাজ করেছেন মাত্র। আনোয়ারা দেয়াং পাহাড়ে মনিরুজ্জামান ইসলামীবাদীর নামে বিশ্ববিদ্যালয় স্থাপন করা সময়ের দাবী। একই সাথে জাতীয় অধ্যাপক ডা.নুরুল ইসলামের নামে মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন করার লক্ষ্যে দাবী জানিয়ে আসছি দীর্ঘদিন ধরে। টানেল থেকে গাড়ি বের হয়ে কক্সবাজার যাওয়ার সড়ক সম্প্রসারণ কাজ বাস্তবায়ন হয়নি। ফলে যানজট লেগে থাকবে প্রতিনিয়ত। পৃথিবীর কোন দেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয় না। বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের একদফা দাবীর যৌক্তিকতা নেই। কারণ আলোচনার মাধ্যমে সমাধান হলে পদত্যাগের কথা আসে। রাজনৈতিক সংকট নিরসন,সংবিধান রক্ষা,বিদেশীদের চাপ থেকে দেশকে রক্ষা করতে নির্বাচনে এসেছেন বলে জানান। সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠিত হলে তিনি জয়ের আশাবাদ ব্যক্ত করেছেন। সুন্নী মতাদর্শ ভিত্তিক ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৪ আসন তথা চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) এলাকার সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব, অধ্যক্ষ শিহাব উদ্দীন মোহাম্মদ আবদুস সামাদের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা ৮ ডিসেম্বর (শুক্রবার) বিকালে দোহাজারী পৌরসভাস্থ একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ আবু তালেব বেলাল, যুগ্ম মহাসচিব যথাক্রমে মুহাম্মদ আব্দুর রহিম, মাও. রেজাউল করিম তালুকদার, অধ্যাপক আব্দুন নুর, মুহাম্মদ নুরুল্লাহ রায়হান খান, নির্বাচন পরিচালনা কমিটির সচিব ফয়েজ উল্লাহ খতিবি, মুখতার আহমদ শিবলি, ডা. কলিম উদ্দিন,আজিজুর রহমান, এডভোকেট মুজাম্মেল হক তালুকদার, মাওলানা মাসুম রেজভী, মুহাম্মদ ইমতিয়াজ, এম এ মতিন, আবু তালেব মঈনি,আখতার কামাল, যুবনেতা উপাধ্যক্ষ মামুন উদ্দিন সিদ্দিকী, মুহাম্মদ মহিউদ্দিন, নুরুল ইসলাম হিরু, মুহাম্মদ শরাফত আলী, ছাত্রসেনার সাবেক সভাপতি মারুফ রেজা, যুবনেতা আব্দুল মুবিন, ছাত্রনেতা সেকান্দর আলম, আনোয়ার হোসাইন,আরমান হোসাইন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট