প্রতিনিধি মুহাম্মদ আকতার উদদীন
মাদরাসার আনন্দ ভ্রমণ সম্পন্ন
বৈলতলী রোড, পৌরসভা, পটিয়া, চট্টগ্রাম
তারিখ: ২০২৫ | স্থান: নাহার রিসোর্ট পার্ক
হাফেজ বিভাগে অধ্যয়নরত ছাত্রদের নিয়ে এই বিশেষ সফর অনুষ্ঠিত হয় নাহার রিসোর্ট পার্কে।
আনন্দ ভ্রমণে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য ছিলো:
সম্পূর্ণ ফ্রি রাইড সুবিধা
সুইমিংপুল, খেলা-ধুলা ও নির্মল বিনোদন
চমৎকার ও প্রাকৃতিক পরিবেশে আনন্দময় সময়
ভ্রমণের একপর্যায়ে ছাত্ররা পার্ক প্রাঙ্গণে বসে পবিত্র কুরআন তিলাওয়াত, দোয়া ও মোনাজাতের মাধ্যমে সফর শেষ করেন।
পরিচালকঃ
মাওলানা সেলিম উদ্দীন, পরিচালক, তারতীলুল কুরআন আজিজিয়া মাদরাসা
ব্যবস্থাপনায়:
ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ
কেন্দ্রীয় সভাপতি: মুহাম্মদ আকতার উদ্দীন
সার্বিক সহযোগিতায় ছিলেন:
ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন জনি, চেয়ারম্যান, নাহার রিসোর্ট পার্ক
নওশাদ ভাই
এবং পার্কের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ
শোকরিয়া ও দোয়া:
এই মহতী উদ্যোগের মাধ্যমে হাফেজ শিক্ষার্থীদের মাঝে প্রশান্তি, আনন্দ ও ভ্রাতৃত্ববোধের বিকাশ ঘটে। আয়োজন সফল করতে যারা পাশে ছিলেন, তাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুকরিয়া জানানো হয়।
পরিশেষে, আয়োজকরা মহান আল্লাহর কাছে দোয়া করেন—
“আল্লাহ এই আয়োজন কবুল করুন এবং হাফেজ শিক্ষার্থীদের জীবন নূরের আলোয় উদ্ভাসিত করুন।”