1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০১:৪৯ অপরাহ্ন

চট্টগ্রামের চন্দনাইশ শঙ্খ নদীতে ডুবে যাওয়া যুবকের মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

চন্দনাইশ প্রতিনিধি:-
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার শঙ্খ নদী থেকে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে ডুবে যাওয়া সাইফুল ইসলাম (২০) নামের যুবকটি ৩দিন পর ১২ জুলাই দুপুরে শঙ্খনদীর চরতী এলাকা থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।
জানা যায়, গত বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে পৌরসভার সৎসঙ্গ পাড়া এলাকায় শঙ্খ নদীতে ভেসে আসা লাকড়ি সংগ্রহের সময় নিখোঁজ হয় সাইফুল। সে কক্সবাজার জেলার উখিয়া পালংখালীর তোফায়েল আহমদের ছেলে বলে জানা যায়। স্থানীয়ভাবে জানা যায়, গত কয়েকদিন টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে শঙ্খ নদীতে পানির স্রোতে উজান থেকে ভেসে আসা জ্বালানির জন্য লাকড়ি ধরছিল সাইফুল। লাকড়ি সংগ্রহ করতে করতে এক পর্যায়ে লাকড়ি ধরতে নদীতে ঝাঁপ দেয় সাইফুল। ঐ সময় নদীতে সাইফুল ডুবে গেলে আর উঠতে পারেনি। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর আর তাঁকে না পেয়ে চন্দনাইশ ফায়ার সার্ভিসে খবর দিলে (শুক্রবার) গত ১১ জুলাই ভোর থেকে চন্দনাইশ ফায়ার সার্ভিসের একটি দল, আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডুবরি দল সন্ধ্যা পর্যন্ত শঙ্খ নদীতে তল্লাশি চালিয়ে সাইফুলকে উদ্ধার করতে পারেনি। অবশেষে গতকাল শনিবার দুপুরে শঙ্খনদীর চরতী এলাকায় সাইফুলের লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশের সহায়তায় তার ভাই জমির উদ্দীন ও দুলা ভাই গিয়াস উদ্দীন সাইফুলের লাশ উদ্ধার করে নিয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট