জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি:
চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার ২২ কোটি ১৬ লক্ষ ৯৭ হাজার ৮’শ টাকা বাজেট ঘোষনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. রাজিব হোসেন।
আজ ৩১ জুলাই (বৃহস্পতিবার) সকালে পৌর প্রশাসক পৌর কার্যালয়ে ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট ঘোষনাকালে রাজস্ব খাতে ৪ কোটি ৪৮ লক্ষ ৮৫ হাজার, উন্নয়ন খাতে ১৭ কোটি ৬৮ লক্ষ ১২ হাজার ৮’শ টাকাসহ ২২ কোটি ১৬ লক্ষ ৯৭ হাজার ৮’শ টাকা বাজেট ঘোষনা করেন। চলতি অর্থ বছরে পৌরসভার বিভিন্ন খাত থেকে আয় ধরা হয়েছে ১ কোটি ৫২ লক্ষ ৬০ হাজার টাকা। ব্যয় ধরা হয়েছে ১০ লক্ষ টাকা। উন্নয়ন ব্যয় ১৭ কোটি ৪৮ লক্ষ টাকা। সরকারি অনুদান ১ কোটি ২০ লক্ষ টাকা। বাজেট অধিবেশনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মো. মহসিন, উপজেলা প্রকৌশলী জুনাইদ আবছার চৌধুরী, থানা অফিসার ইনচার্জ গোলাম সরওয়ার, সহকারী প্রকৌশলী বিশ্বজিৎ দাশসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সংবাদকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত