1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
সোমবার, ১২ মে ২০২৫, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
মা দিবস শায়ের মুহাম্মদ আকতার উদদীন মোবাইলে বন্দুকের ছবি, তারপর অভিযান—আটক দুই ছাত্রলীগ নেতা মা দিবস -লায়ন মোঃ আবু ছালেহ্ বোয়ালখালীতে “দায়িত্বহীন পার্কিংয়ে আবারো বিপদ: ট্রেনের সঙ্গে কাভার্ড ভ্যানের ঘষাঘষি” বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা: অনামিকা বড়ুয়া চন্দনাইশে পুলিশী অভিযানে আটক-৭ চন্দনাইশে পুরষ্কার বিতরণী সভায় প্রাক্তন প্রো-ভিসি বেনু মাধব দে পৃথিবীতে জ্ঞান চর্চার মতো ভালো কাজ আর কিছুই নেই “আগামী নির্বাচন এদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মোস্তাক আহমেদ খাঁন” বোয়ালখালীতে স্প্রীডফাস্ট কুরিয়ার সার্ভিস উদ্বোধন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বোয়ালখালীতে বিক্ষোভ

চট্টগ্রামের চন্দনাইশ কঞ্চনাবাদে ইসলামী মহাসম্মেলনে সমাবেশে ধর্ম উপদেষ্টা অধ্যাপক আ ফ ম খালেদ হোসেন নিঃশ্বাসের বিশ্বাস নেই আগামীকালের ভরসা নেই

  • প্রকাশিত: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৩১ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী

সিনিয়র স্টাফ রিপোর্টার:
অন্তর্বতীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, জেনা, পরকিয়া করা, গাঁজা ও মাদক সেবন করা, সরকারি গাছ কেটে আসবাবপত্র বানানোসহ ৭০ প্রকারের কবিরা গুনাহ আছে। বাংলাদেশে ১৬ কোটি ৯৮ লক্ষ মানুষ আছে। ২ কোটি মানুষ মাদক সেবন করে। তন্মধ্যে ২ ভাগ অশিক্ষিত ১ ভাগ শিক্ষিত। এইসব মাদক বাজারে বিক্রির হয়। এসব মাদক সেবন কারীরা অল্প বয়সে মারা যায়। মাদকে প্রতিবছর ৯৮ হাজার কোটি টাকার ব্যবসা হয়। এই মাদক বিমান, সড়ক, ও নৌ পথে প্রচার হয়। এইসকল মানুষ বেহেশতে যাবে না। এই ধরনের গুনাহ দেশে ছড়িয়ে গেছে। ইজ্জত, বেইজ্জত, ক্ষমতা, ক্ষমতা কেড়ে নেয়ার মালিক আল্লাহ। সরকারি জাকাত ফান্ডে ২৭ হাজার কোটি টাকা জমা রয়েছে। যা বিলি করলে দেশে ভিক্ষুক থাকবে না। নিঃশ্বাসের বিশ্বাস নেই আগামীকালের ভরসা নেই। আমরা পাঁচ মাসে অনেক সংস্কার করেছি। আগামী বছরের শেষদিকে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা ছেড়ে দিব। যারা রাষ্ট্রীয় সম্পদ ও টাকা চুরি করে তারা কখনো দেশ প্রেমিক হতে পারে না। আমারা পাঁচ মাসে কাউকে গুম বা আয়না ঘরে বন্দি করি নাই। সাধারণ মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিয়ে রাতে নয় দিনেই ভোট হবে। ১৭ বছরের জঞ্জাল পাঁচ মাসে পরিস্কার করা যাবে না। রাজা বাদশা ধনী দরিদ্র সবার ভোটাধিকার সমান। জোড় করে থাকার ইচ্ছে আমাদের নেই। জন প্রতিনিধির হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে আমরা চলে যাব। আজকে যে পুলিশ আমাকে প্রটোকল দিচ্ছে আগামীকাল তারা আবার আমাকে ধরে নিয়ে যাবে। গত ২৭ ডিসেম্বর সন্ধ্যায় চন্দনাইশে কাঞ্চনাবাদ ইসলাম প্রচার সংস্থার উদ্যোগে ইসলামী মহাসম্মেলন প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলার মুরাদাবাদ পূর্ব এলাহাবাদ ইসলাম প্রিয় তাওহীদি জনতার ব্যবস্থাপনায় উপজেলার রওশন হাট চৌধুরী টাওয়ার চত্বরে মাওলানা মো. ইসহাকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় অংশ নেন মাও. জমির উদ্দিন, মাও. খাদেমুল ইসলাম, মাও. আনোয়ার আযহারী, মাও. রিদওয়ানুল কাদীর, মাও. মুফতি হাসান মুরাদাবাদী, মাও. আব্দুর রহীম মুরাদাবাদী, মাও. হাফেজ নোমান জাহাঙ্গীর, মাও. হাফেজ তাহের আজিজী, মাও. মোহাম্মদ শোয়াইব, মাও. ইউসুফ মুরাদাবাদী, মো. রকিব, জাহেদুল ইসলাম, মো. আবছার, রাজু , আক্কাস, মাও. ওমর, নুরুল আবছার, এনাম, সাইফুল ইসলাম, নয়ন, মহিউদ্দিন, ওমর প্রমুখ। এদিকে রাতে দোহাজারী সদরে একইভাবে পৃথক ইসলামী সম্মেলনে বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট