জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি:
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ পুরাতন কলেজ গেইট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে যাত্রীবাহী ঈগল পরিবহন বাসকে ৪ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেন।
আজ ৩১ জুলাই (বৃহস্পতিবার) দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পুরাতন কলেজ গেইট এলাকায় নির্বাহী ম্যজিস্ট্রেট মো. রাজিব হোসেন ও ডিপ্লোমেসি চাকমা যৌথভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে প্রয়োজনীয় কাগজপত্র ঘাটতি, ফিটনেস সনদ ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় সড়ক পরিবহন আইন-২০১৮ এর বিভিন্ন ধারায় যাত্রীবাহী ঈগল পরিবহন বাসকে ৪ হাজার টাকা জরিমানা করেন। সড়ক পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা, সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, আইন মেনে চলার প্রতি জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেন।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত