1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে ব্লু বার্ডস স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বোয়ালখালীতে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ  বোয়ালখালীতে গাউসিয়া কমিটির উদ্যোগে জশনে জুলুস কালুরঘাট ফেরিঘাটের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন নজরুল চর্চায় নাগরিক স্বাধীন চেতনার উন্মেষ: নজরুল চর্চায় নাগরিক স্বাধীন চেতনার উন্মেষ চন্দনাইশে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (সা:) মাহফিল অনুষ্ঠিত রজায়ী যুব ত্বরিকত কমিটি বাংলাদেশ’র জশনে জুলুছ সম্পন্ন চন্দনাইশে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র উঠান বৈঠক প্রবাসী জিয়া উদ্দিন এর স্ত্রী স্বামী কে ভিড়িও কলে রেখে আত্মহত্যা পটিয়ায় পূজা উদযাপন পরিষদের সম্মেলনে ইদ্রিস মিয়া: বিএনপি সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাস করে 

চটগ্রামের বিশিষ্ট শিক্ষক অজিত আইচ’র মৃত্যুতে পটিয়ার মহিরা ঐক্য পরিষদের উদ্যোগে শোকসভা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ২১০ বার পড়া হয়েছে

অরুন নাথ,পটিয়া(চটগ্রাম)প্রতিনিধিঃ
পটিয়া উপজেলা জিরি ইউনিয়ন এলাকার মহিরা গ্রামের কৃতিসন্তান বিশিষ্ট শিক্ষক বাবু অজিত কুমার আইচ(৭৮)বিগত ৮ই জুন-২০২৫ রবিবার আকস্মিক রোগে আক্রান্ত হয়ে চটগ্রাম মহানগরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় পরলোকগমন করেন।তিনি মৃত্যুকালে এক স্ত্রী,তিন কন্যা,এক পুত্র সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
সোমবার ২৩শে জুন-২০২৫ বিকেলে প্রয়াতের নিজ গ্রামের মহিরা শিল্পীগোষ্টীর মাঠে প্রয়াত শিক্ষক অজিত কুমার আইচ স্মরনে এক নাগরিক শোকসভা অনুষ্টিত হয়েছে। এ সভা মহিরা ঐক্য পরিষদের উদ্যোগে নাগরিক শোকসভা কমিটির আয়োজনে বিশিষ্ট সমাজসেবক বাবু রনজিত কুমার চৌধুরীর সভাপতিত্বে এবং বাবু প্রসান্ত সরকার টিসু এর সঞ্চালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আবু তাহের চৌধুরী বক্তব্যকালে বলেন,শিক্ষক অজিত কুমার আইচ বহুগুনের অধিকারী একজন প্রকৃত শিক্ষক ছিলেন।তিনি মহান শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক প্রতিষ্টান সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত থেকে গুরুত্বপূর্ণ ভূমিক পালন করেছেন।এছাড়া জুনিয়র বৃওি পরিক্ষার পরীক্ষক ও নিরীক্ষক এবং কুমিল্লা ও চটগ্রাম শিক্ষা বোর্ডের বাংলা ও ইংরেজী বিষয়ের পরীক্ষক এবং প্রধান পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।দায়িত্বশীল মনোভাবে শিক্ষা বিষয়ে যেখানেই কাজ করেছেন একজন দক্ষ শিক্ষক হিসেবে খ্যাতি অর্জন করেছেন।দেশ গঠনে তার বিদায়ে জাতি একজন দক্ষ শিক্ষক হাড়িয়েছেন এমন আরো মন্তব্য করেন তিনি।বিশেষ অতিথি যথাক্রমে বক্তব্য রাখেন মহিরা ক্ষেত্রপাল বিগ্রহ মন্দির পরিচালনা পরিষদের সাধারন সম্পাদক ও সমাজসেবক বাবু বাবু সুজিত গুপ্ত নান্টু,যথাক্রমে সমাজসেক পুলিন বিহারী আইচ, ডা: অজিত শীল,বাবু বাদল কান্তি চৌধুরী,অধ্যক্ষ সমীর দাশ,বাবুল কান্তি সরকার,বাবু শম্ভু বিশ্বাস,বাবু বিকাশ নাথ,নাগরিক শোকসভা কমিটির আহব্বায়ক বাবু টুটুল বিশ্বাস।
বক্তব্য রাখেন সত্যজিৎ চৌধুরী টুলু,শেখর সরকার,বাপন সরকার,যিশু চৌধুরী,রাজন দাশ,বাপ্পা চৌধুরী সৈকত,অপু গুপ্ত,নয়ন বিশ্বাস,মিন্টু দে প্রমুখ।
সভা শুরুতে শ্রীমদ্ভগবদ গীতা পাটে ছিলেন বাবু বিভু শীল।
উল্লেখ্য সভা শুরুতে মহিরা ঐক্য পরিষদের পক্ষ থেকে উপস্হিত সুধীজনের মাঝে প্রয়াত অজিত কুমার আইচ এর সুদীর্ঘ ৪২ বছরের শিক্ষণ পেশায় নিয়োজিত জীবন
সংগ্রামে চটগ্রামের স্বনামধন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে যোগদান এবং সামাজিক,সাংস্কৃতিক নানা কাজে আত্মনিয়োগ বিষয়কসহ এক শোকাঞ্জলী ক্রোড়পত্র বিতরন করা হয়।এ ছাড়া নাগরিক শোকসভা অনুষ্টানে প্রয়াত অজিত কুমার আইচ এর সহধর্মীনি রত্না মজুমদারের হাতে বিভিন্ন সামাজিক সংগটনের পক্ষ থেকে উনার পরিবারের প্রতি সমবেদনা ও মহান শিক্ষকের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন বার্তা জানিয়ে স্মরক প্রদান করা হয়েছে।
সভা শুরুতে এই মহান শিক্ষকের বিদেহী আত্মার শান্তি কামনায় পাঁচ মিনিট নিরবতায় বিনীত প্রার্থনাসহ শ্রদ্ধা জানাতে মিলিত হন উপস্হিত সুধীজন ও অতিথিবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট