1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে দক্ষিণ জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে তারুণ্যের সমাবেশ সফল করতে চন্দনাইশে প্রস্তুতি সভা নোয়াখালীর জেলা কারাগারের ১৮ ফুট দেয়াল টপকে আসামির পালানোর চেষ্টা বোয়ালখালীতে ভেজাল আইসক্রিম ও মিষ্টির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চন্দনাইশের প্রখ্যাত চিকিৎসক ডা. নুরুল আমিনের দাফন সম্পন্ন সোনাইমুড়ীতে ধানের ফলনে খুশি কৃষক, ঘরেও তুলছেন নিশ্চিন্তে চন্দনাইশে প্রত্যাশী- সিমস প্রজেক্ট মাইগ্রেশন ফোরাম সদস্যদের “দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ বোয়ালখালীতে ভোর ৬টায় স্বাস্থ্য কমপ্লেক্সে এসেও আল্ট্রা করতে পারলেন না আয়েশা মাওলানা রইস উদ্দিন হত্যা : বিচার দাবিতে বোয়ালখালীতে সড়ক অবরোধ নোয়াখালীতে শ্রমিক দিবস উপলক্ষ্যে জিসপ’র আলোচনা সভা

চকরিয়ার মাতামুহুরি নদীতে ভেসে এলো যুবকের লাশ!

  • প্রকাশিত: শনিবার, ২৭ জুলাই, ২০২৪
  • ২৮০ বার পড়া হয়েছে

এন.এ সাগর, কক্সবাজারঃ

চকরিয়ার কাকারা ইউনিয়নের বটতলী ৫ নং ওয়ার্ডে নিখোঁজের ২৪ ঘণ্টা পর রূপন দে(৪০) নামের এক ক্ষুদ্র ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার রাত ১১ টার সময় লোটনী ৩ নং ওয়ার্ড এলাকায় মাতামুহুরি নদী থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। নিহত রূপন দে কাকারা বটতলী এলাকার শুভাষ চন্দ্র দে’র ছেলে। নিহতের পিতা শুভাষ চন্দ্র দৈনিক সমুদ্রকন্ঠকে জানান, গত বৃহস্পতিবার সকাল ১১ টার সময় হাতে যন্ত্রপাতি সহ কাজের উদ্দেশ্যে বের হন রূপন দে। দুপুর ২টার সময় দুপুরের খাবার খাওয়ার জন্য তার স্ত্রী ফোন দিলে মোবাইল বন্ধ পাওয়া যায়। এরপর থেকে রূপন আর বাড়ি ফিরেনি। খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরে শুক্রবার বিকাল ৫ টার সময় লোটনী ৫ নং ওয়ার্ড এলাকায় মাতামুহুরি নদীতে তাঁর লাশ ভাসতে দেখতে পায় নদীপাড়ে খেলতে যাওয়া শিশুরা। পরে উক্ত এলাকার ইউপি সদস্য হারুন নিহতের পরিবারকে অবগত করেন।পরে নৌ-পুলিশে খবর দেয়া হলে রাত ১১টার সময় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয় রাত ৩টার সময়। এই নিউজ লেখা পর্যন্ত এই ঘটনায় চকরিয়া থানায় মামলার প্রক্রিয়া চলমান বলে জানান নিহতের পিতা।

এই বিষয়ে চকরিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী জানান মাতামুহুরি নদীতে রূপন দে নামের এক যুবকের লাশ ভেসে এসেছে এমন অভিযোগ আমরা পেয়েছি। তবে এই বিষয়ে বদরখালী নৌ-পুলিশ আইনগত ব্যবস্তা নিয়েছে। অতিশীঘ্রই তারা ঘটনার আসল রহস্য উম্মোচন করবে।

এদিকে নিহতের পরিবারের স্বজনরা দাবী করেন রূপনকে হত্যার পর লাশ মাতামুহুরি নদীতে ভাসিয়ে দেয়া হয়। তারা এই হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবী করেন।
নিহত রূপন এসি/ফ্রীজ মেরামতের কাজ করতো বলে জানা যায়। তার ২ সন্তান, বড় মেয়ের বয়স ১২ বছর এবং ছোট ছেলের বয়স ৯ বছর।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট