জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টার:
উপজেলার হাশিমপুর সিকদার পাড়া এলাকার রয়েল স্পোটিং ক্লাবের ২৫ বছর পূর্তি তথা রজত জয়ন্তী উপলক্ষ্যে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় গ্লাডিয়েটরস ফুটবল একাদশ ভিক্টোরিয়া বাইপাস ফুটবল একাদশকে ৯-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। গত ৩ এপ্রিল সকালে সিকদার পাড়া স্থানীয় মাঠে ফাইনাল খেলায় গ্লাডিয়েটরস ফুটবল একাদশ ১ম আর্ধে ২-১ গোলে এগিয়ে যায়, ২য় আর্ধে প্লান্টিক শর্টে ভিক্টোরিয়া বাইপাস ফুটবল একাদশ ২য় গোলটি পাই। পরবর্তীতে গ্লাডিয়েটরস ফুটবল একাদশের পক্ষে জিসান পর পর ৭টি গোল করে দলকে বিশাল গোলের ব্যবধানে এগিয়ে নিয়ে যায়। খেলায় বিজয়ী দলের অধিনায়ক ইমরান হোসেন জিসান ৭টি গোল করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। বিজয়ী দলের জায়েদ সেরা গোলকিপার, পুরো খেলায় ৮টি গোল দিয়ে আবু সায়েদ শ্রেষ্ঠ গোলদাতা নির্বাচিত হন। খেলে শেষে বিজয়ী ও বিজিত দলের মধ্যে ৩০ ও ২০ হাজার টাকার প্রাইজমানি, ট্রপি বিতরণ অনুষ্ঠান সংগঠনের সভাপতি মো. আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত ব্রিগ্রেডিয়ান জেনারেল ড. আবদুল্লাহ্ আল ইউসুফ, বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক আবিদুল হক চৌধুরী, সিকদার পাড়া ওয়েল ফেয়ার ট্রাস্টের সভাপতি আবছার উদ্দীন, সাধারণ সম্পাদক মো. কমরুদ্দীন সজীব, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মাহফুজুল হক, ডা. হোসেন কাউছার, এস.এম ইকবাল, সাংবাদিক এডভোকেট মো. দেলোয়ার হোসেন, মো. নুরুল আজিজ, মো. মিজানুর রহমান, এডভোকেট সাঈদুল হাসান চৌধুরী, সাঈদুল হাসান লিটন, আবদুল মান্নান, ওয়াহিদুর রহমান, এইচএম মারুফ উদ্দীন, নুর হোসেন আরিফ, মো. ফরহাদ, শেফা উদ্দীন মিজান প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মো. মোমেন ও মো. তানভীর। আলোচনা শেষে অতিথিগণ বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের মধ্যে প্রাইজমানি ও ট্রপি বিতরণ করেন।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত