
বোয়ালখালী প্রতিনিধি:
বোয়ালখালী সারোয়াতলীতে গোলামানে গাউছুল আজম দস্তগীর সংগঠনের উদ্যোগে দুইদিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) সকালে উত্তর কঞ্জুরী কালাইয়ার হাটের পশ্চিমে খানকাহ-এ গাউসুল আজম দস্তগীর (রহ.) এর মাঠে এই ক্যাম্পের উদ্বোধন করেন বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি এস এম মোদ্দাচ্ছের।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “মানবসেবার এ ধরনের উদ্যোগ মহৎ। বর্তমান সময়ে অনেক মানুষ আর্থিক সীমাবদ্ধতা বা সচেতনতার অভাবে প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হন। এই ক্যাম্প সেই শূন্যতা কিছুটা হলেও পূরণ করবে।”
ক্যাম্পে সহকারী সার্জন ডা. মো. ওহি উদ্দিন সুমন, মেডিসিন বিশেষজ্ঞ ডা. মুহাম্মদ আবদুল মাবুদ, ফিজিওথেরাপিস্ট ডা. নূর সৈয়দ, গাইনেকোলজিস্ট ডা. আফসানা তাসনিম, ডা. সানজিদা মোস্তারী প্রমি এবং মা–শিশু রোগ বিশেষজ্ঞ ডা. উম্মে ওয়ারা কাঁকন দরিদ্র মানুষদের দিনব্যাপী চিকিৎসা সেবা প্রদান করছেন।
সংগঠনের সভাপতি মোহাম্মদ সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দীন, দপ্তর সম্পাদক অহিদুল আলম ওয়াহিদও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দুইদিনব্যাপী এই ক্যাম্পে প্রায় দেড় হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে বলে জানানো হয়েছে।