1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে নাগরিক সমাজের ভূমিকা ও করনীয়’ শীর্ষক আলোচনা সভা চার দিন পর বাড়ি ফিরলেন প্রতিবন্ধী যুবক অমিত প্রবাসে থেকেও সাহিত্যচর্চা চালিয়ে যাওয়া সহজ কাজ নয়- সেই দৃষ্টান্ত রাখলেন সাংবাদিক সাইফুল ইসলাম ১ হাজার পিস ইয়াবাসহ বোয়ালখালীতে আটক হিরু গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে চন্দনাইশে কর্মরত সাংবাদিকদের মানববন্ধন বোয়ালখালীতে তিনদিন ধরে নিখোঁজ প্রতিবন্ধী এক যুবক প্রবাসী স্বামীর মরদেহ ফেরার অপেক্ষায় স্ত্রী ও দুই সন্তান ২৩ বছরের প্রবাস জীবনের ইতি, মারা গেছেন বোয়ালখালীর কুতুবউদ্দিন  বিশিষ্ট সমাজ সেবক মনির আহমদ সওদাগরের ইন্তেকাল মেয়াদ উত্তীর্ণ ফায়ার এক্সটিংগুইশার অনুমোদন না থাকায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে চন্দনাইশে কর্মরত সাংবাদিকদের মানববন্ধন

  • প্রকাশিত: শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টার:
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন কে প্রকাশ্যে কুপিয়ে হত্যা এবং বাংলাদেশের আলো পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি আনোয়ার হোসেনকে হত্যার উদ্দেশ্যে পুলিশের সামনে পাথর দিয়ে থেতলে দেওয়ার প্রতিবাদ ও সন্ত্রাসীদের বিচার নিশ্চিতকরণ সহ সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার দাবীতে চট্টগ্রামের চন্দনাইশে কর্মরত সাংবাদিকদের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৯ আগস্ট (শনিবার) সকালে উপজেলার গাছবাড়ীয়া কলেজ গেইট চত্বরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে তিন ঘন্টাব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকান্ড এবং সাংবাদিক আনোয়ার হোসেনকে হত্যার উদ্দেশ্যে হামলায় জড়িত সকল দোষীদের দ্রুত গ্রেফতার৷ পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে কঠোর আন্দোলনের হুমকি দেন মানববন্ধনে অংশগ্রহণকারী সাংবাদিকরা।
প্রবীণ সাংবাদিক মাষ্টার নুরুল আলমের সভাপতিত্বে জাবের বিন রহমান আরজুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাংবাদিক যথাক্রমে, মাওলানা মোজাহেরুল কাদের, আবিদুর রহমান বাবুল, আবু তোরাব চৌধুরী, এস এম মহিউদ্দিন,
সৈয়দ শিবলী সাদিক কফিল, মোহাম্মদ কমরুদ্দিন, জাহেদুল ইসলাম, মুহাম্মদ এরশাদ, এস এম রাশেদ, সৈকত দাশ ইমন, জাহাঙ্গীর আলম চৌধুরী, মো. শাহাদাত হোসেন, খালেদ রায়হান, এমএ হামিদ, নুরুল আলম, আমিনুল ইসলাম রুবেল, কামরুল ইসলাম মোস্তফা, মো. শহীদুল ইসলাম, ফয়সাল চৌধুরী, মো. সাদেক হোসেন, এসএম ওমর ফারুক, আরফাত হোসেন, আমিন উল্লাহ্ টিপু, হেলাল উদ্দিন নিরব, মো.তারেক, নজরুল ইসলাম, জিয়াউদ্দিন, রনি দেব, নয়ন দাশ প্রমূখ।

বক্তারা বলেন, একটি স্বাধীন দেশে সাংবাদিক তুহিনকে এরকম নির্মমভাবে হত্যা করা অসহনীয় এবং এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সকল অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তার করে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তারা আরও বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের উচিত যথাযথ পদক্ষেপ নেয়া। অন্যথায় দেশের সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট