বোয়ালখালী প্রতিনিধি:
পবিত্র ফাতেহা-এ-ইয়াজদাহুম উপলক্ষে খানক্বাহ-এ-ক্বাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরীয়া সাবেরীয়া’র শুভ উদ্বোধন ও গাউছিয়া কমিটি বাংলাদেশ চরণদ্বীপ ৭নং ওয়ার্ড শাখার অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় ফকিরাখালী হাজী নজির আহমদ মার্কেটের দ্বিতীয় তলায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাউছিয়া কমিটি বাংলাদেশ চরণদ্বীপ ৭নং ওয়ার্ড শাখার সভাপতি মুহাম্মদ আরিফুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাওলানা সালাউদ্দিন।
প্রধান অতিথি ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সদস্য সচিব আলহাজ্ব শেখ মুহাম্মদ সালাহউদ্দিন, বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ নুরুল ইসলাম চৌধুরী মুন্সি, সাধারণ সম্পাদক এস. এম. মমতাজুল ইসলাম, মুহাম্মদ নজরুল ইসলাম, মুহাম্মদ ইব্রাহিম, খানকাহ’র ভূমিদাতা হাজী নজির আহমদ, চরণদ্বীপ ইউনিয়ন শাখার সভাপতি মুহাম্মদ জহিরুল ইসলাম তৈয়্যবী, সাধারণ সম্পাদক মুহাম্মদ সিরাজুদ্দৌলা চৌধুরী ও ওয়ার্ড শাখার সদস্য মুহাম্মদ আবদুস সালাম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, এদেশে ইসলামের আলো প্রথম ছড়িয়েছিল আল্লাহর প্রিয় আউলিয়াদের পবিত্র খানকাহ ও দরবার থেকে। তাঁদের আদর্শ, দয়া, চরিত্র ও মানবতার বার্তায় অনুপ্রাণিত হয়ে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ইসলামের দীক্ষা গ্রহণ করেছিল। ইসলামের প্রসারে আউলিয়া-কামিলদের অবদান অনস্বীকার্য।
শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত