1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
উম্ম আল কোয়াইনে মিলাদুন্নবী মাহফিলে বক্তারাঃ রাসূল (সা.) এর আদর্শ ও শিক্ষা অনুসরণে আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় বউ-শাশুড়িসহ নিহত-৩, আহত-১০ বোয়ালখালীতে হাওলা কুতুবিয়া সিনিয়র আলিম মাদরাসায় ছবক অনুষ্ঠান কানুনগোপাড়া স্যার আশুতোষ কলেজে নবীন বরণ  বোয়ালখালী সিরাজুল ইসলাম কলেজে নবীন বরণ মানবিক বিশ্বের উদাহরণ হোক ফিলিস্তিনের প্রতি ন্যায় বিচার  -নোহা নেছার অন্নি খালেদা জিয়ার ১৮তম কারামুক্তি দিবসে বোয়ালখালীতে দোয়া মাহফিল চন্দনাইশে সৈয়দ শরীফুল আনোয়ার হাফেজ নগরী’র চেহলাম সম্পন্ন চট্টগ্রামের পটিয়ায় শিক্ষা স্মৃতি মেধা পরীক্ষায় অংশ নিলো তিন শতাধিক শিক্ষার্থী অগ্নি দুর্গত ৯ পরিবারকে ইউএনওর সহায়তা

খাগড়াছড়িতে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রাথমিক শিক্ষকদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও কৃতি শিক্ষকদের সংবর্ধনা–কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

  • প্রকাশিত: শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৯৪ বার পড়া হয়েছে

খাগড়াছড়ি প্রতিনিধি ॥ আমাদেরকে মানসম্মত শিক্ষার মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে টিকিয়ে রাখতে হবে বলে মন্তব্য করেছেন ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্স’র চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি। তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণেআমাদের স্মার্ট শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। এতে করে আমাদের শিক্ষা ব্যবস্থা দ্রুত উন্নয়নের দিকে এগিয়ে যাবে। শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রাথমিক শিক্ষকদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও কৃতি শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে সকালে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বর ঘুরে ইনস্টিউটের প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে ইনস্টিটিউটের অডিটোরিয়ামে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার সভাপতি মো.মাসুদ পারভেজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্স’র চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা শাখার প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কার্তিক ত্রিপুরা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা পরিষদের সদস্য নিলোৎপল খীসা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাহাব উদ্দিন প্রমুখ।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা আরো বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একজন প্রজ্ঞা প্রজ্জ্বলিত একজন নারী বলে আজ বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে আধুনিক থেকে আধুনিকতর করে যাচ্ছে। দিন রাত পরিশ্রম করে দেশের মানুষদের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। দেশের শিক্ষা ব্যবস্থাকে আমুল পরিবর্তন করেছে। এতে করে দেশে শিক্ষার হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছে শিক্ষার্থীরা। তাই শিক্ষা ব্যবস্থাকে মানসম্মত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহবান জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট