মুহাম্মদ আকতার উদ্দীনঃ
বাংলাদেশে ইসলামী শিক্ষা, কুরআন প্রচার, ও নৈতিক উন্নয়নের লক্ষ্যে গঠিত নতুন দ্বীনি সংগঠন “ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ”-এর প্রাথমিক কেন্দ্রীয় কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
সম্প্রতি চট্টগ্রামের পটিয়াস্থ ফ্যামেলি কিচেন রেস্টুরেন্টে এক মিলনমেলা ও পরামর্শ সভার মাধ্যমে এই কমিটি গঠন করা হয়। উপস্থিত ছিলেন বিভিন্ন মাদ্রাসার সম্মানিত শিক্ষক, হাফেজ, আলেম ও সমাজকর্মীবৃন্দ।
ঘোষিত কেন্দ্রীয় কমিটি (প্রাথমিক):
মুহাম্মদ আকতার উদ্দীন – সভাপতি
হাফেজ মাওলানা ইয়াছিন আরাফাত – সহ-সভাপতি
মাওলানা সেলিম উদ্দীন – সাধারণ সম্পাদক
হাফেজ মাওলানা মিনহাজ – সহ-সাধারণ সম্পাদক
মাওলানা আব্দুর রশিদ – সাংগঠনিক সম্পাদক
হাফেজ মুহাম্মদ রাশেদ সুলতান – সহ-সাংগঠনিক সম্পাদক
হাফেজ মাওলানা শাহান আহমেদ রায়হান – অর্থ সম্পাদক
হাফেজ মোহাম্মদ শহিদুল ইসলাম – সহ-অর্থ সম্পাদক
হাফেজ আমানুল হক মুয়াল্লিম – সাধারণ সম্পাদক
হাফেজ মাওলানা ছিদ্দিক আকবর – প্রচার সম্পাদক
নতুন কমিটি দ্বীনের খেদমত, হিফজুল কুরআন, ইসলামি শিষ্টাচার ও সামাজিক সচেতনতা গঠনে সক্রিয় ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন কমিটির নেতৃবৃন্দ।
সভাপতি মুহাম্মদ আকতার উদ্দীন তাঁর বক্তব্যে বলেন,
"আমরা চাই ক্বলবুল কুরআন ফাউন্ডেশন হোক তরুণদের ঈমানি চেতনা জাগানোর একটি প্ল্যাটফর্ম, যেখানে হাফেজ, আলেম, মুয়াল্লিম ও দ্বীনপ্রিয় জনতা একত্র হয়ে সমাজে ইসলামের সৌন্দর্য ছড়িয়ে দেবে।"
মাওলানা সেলিম উদদীনের মুনাজাত মাধ্যমে দোয়া ও সহযোগিতা কামনার মাধ্যমে সভা সম্পন্ন হয়েছে।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত