চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামের কালুরঘাটে কর্ণফুলী নদীর ওপর বহুল প্রত্যাশিত রেল–সড়ক সেতুর নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বুধবার (১৪ মে) বেলা ১১টায় চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত অনুষ্ঠানে ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচনের মাধ্যমে এ নির্মাণকাজের সূচনা করেন তিনি।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, ‘কালুরঘাট ব্রিজ নিয়ে আমার অনেক স্মৃতি আছে। এই সেতুর ঐতিহাসিক গুরুত্ব অনেক। বোয়ালখালীর অনেক মানুষ এখানে উপস্থিত, যাঁদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল নতুন সেতু। এটি বাস্তবায়িত হলে চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে।’
সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানান, ১৯৩১ সালে নির্মিত কালুরঘাট সেতুটির কার্যকারিতা ২০১১ সালেই শেষ হয়ে গেছে। দীর্ঘদিন ধরে এটি ঝুঁকিপূর্ণভাবে ব্যবহৃত হচ্ছে। নতুন সেতুটি দক্ষিণ চট্টগ্রামের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল।
তিনি জানান, নতুন সেতুর নির্মাণকাজ ২০২৯ সালের মধ্যে শেষ করে ২০৩০ সালে যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে।
প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর এটি ছিল প্রফেসর মুহাম্মদ ইউনূসের প্রথম চট্টগ্রাম সফর।